8GB র‍্যামের সাথে Oppo f17 pro ও Oppo f17 ভারতে লঞ্চ, জেনে নিন দাম ও ফিচার্স সম্পর্কে

8GB র‍্যামের সাথে Oppo f17 pro ও Oppo f17 ভারতে লঞ্চ, জেনে নিন দাম ও ফিচার্স সম্পর্কে
HIGHLIGHTS

ভারতে Oppo F17 Pro-এর 8 জিবি / 128 জিবি ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 22,990 টাকা

বাজারে লঞ্চ হয়েছে Oppo F17 Pro এবং Oppo F17

Oppo F17 Pro এবং Oppo F17-এ রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা

ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় ব্র্যান্ড Oppo নিয়ে এসছে একাধিক সিরিজের ফোন। সংস্থা তার গ্রাহকদের কথা মাথায় রেখে কম দামে একগুচ্ছ ফিচার প্রদান Oppo ফোনে। এরই মধ্যে বাজারে লঞ্চ হয়েছে Oppo F17 Pro এবং Oppo F17। সংস্থার এই ফোন গ্রাহকদের মধ্য়ে বেশ আকর্ষণ তৈরি করতে পারবে বলে মনে করা হচ্ছে। ফোনের বিশেষ ফিচার হল Oppo F17 Pro এবং Oppo F17-এ রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা। এই দুটি ফোন তিনটি রঙে বিক্রি হবে।

Oppo F17 Pro এবং Oppo F17 দাম

ভারতে Oppo F17 Pro-এর 8 জিবি / 128 জিবি ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 22,990 টাকা। সংস্থাটি এটি ম্যাজিক ব্ল্যাক, ম্যাজিক ব্লু এবং মেটালিক হোয়াইট রঙের বিকল্পগুলির সাথে চালু করেছে।

তবে এখনো Oppo F17 ফোনের দাম সংস্থার তরফ থেকে জানানো হয়েনি। এই ফোন তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 4 জিবি / 64 জিবি, 4 জিবি / 128 জিবি, 6জিবি / 128জিবি এবং 8জিবি র‍্যাম / 128 জিবি স্টোরেজে পাওয়া যাবে। সংস্থাটি এটি নেভি ব্লু, ক্লাসিক সিলভার, ডায়নামিক অরেঞ্জ কালার ভেরিয়েন্টে বিক্রি করবে।

দেশে Oppo F17 Pro-এর বিক্রি শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর থেকে। তবে Oppo F17 এর বিক্রি কখন শুরু হবে সে সম্পর্কে সংস্থাটি কোনও তথ্য দেয়নি।

Oppo F17 Pro এবং Oppo F17 স্পেসিফিকেশন

Oppo F17 Pro ফোনে দেওয়া হয়েছে একটি 6.43 ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে, যা 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ আসে। পাশাপাশি ফোনে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা 90.7 শতাংশ স্ক্রিনের সাথে বডি রেশিওতে আসে। এর ডিসপ্লেতে রিফ্রেশ রেট রয়েছে 120Hz। ফোনটি অক্টা কোর মিডিয়া টেক হেলিও  P95 SoCDimensity 800U SoC প্রোসেসরের উপর কাজ করবে। সাথে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম। ফোনটিতে ColorOS 7.2 ইন্টারফেস দেওয়া রযেছে। ফোনের মেমরি কে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Oppo F17-এ একটি 6.44-ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে রয়েছে, যার মধ্য়ে রয়েছে একটি ওয়াটারড্রপ-স্টাইলের ল্যাচ। ফোনে পাওয়ার দেওয়ার জন্য় থাকছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 SoC প্রোসেসর। এই স্মার্টফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে কাজ করবে। ওপ্পো এফ ১৭ ফোন ColorOS 7.2 এর ইন্টারফেস রয়েছে। আপনি যদি ফোনে স্টোরেজ বাড়াতে চান তবে মাইক্রো ইন্টারফেস মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এটির স্টোরেজ 128 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Oppo F17 Pro এবং Oppo F17 ক্যামেরা

Oppo F17 Pro ফোনে চারটি রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। ফোনের ব্যাক সাইডে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে থাকবে 8-মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স, একটি 2-মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেলের পোট্রেট সেন্সর। অন্য় দিকে ফোনের ফ্রান্টে সেলফির জন্য় 16 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে।

Oppo F17 এর রিয়ারেও কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর পিছনে একটি 16-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া। এর সাথে ফোনে একটি 8-মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স, একটি 2-মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেলের পোট্রেট সেন্সর রয়েছে। একই সময়ে, এতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Oppo F17 Pro এবং Oppo F17 ব্যাটারি

ওপ্পো এফ 17 প্রো-তে 4,000mAh ব্যাটারি রয়েছে, যা 30W ফাস্ট চার্জিং সপোর্ট করে।

Oppo F17 ফোনেও 4,000mAh ব্যাটারি রয়েছে, যা 30W ফাস্ট চার্জিং সপোর্ট সহ আসে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo