Oppo এর লেটেস্ট 5G স্মার্টফোন লঞ্চ, 19GB পর্যন্ত RAM এবং 90Hz ডিসপ্লে রয়েছে

Oppo এর লেটেস্ট 5G স্মার্টফোন লঞ্চ, 19GB পর্যন্ত RAM এবং 90Hz ডিসপ্লে রয়েছে
HIGHLIGHTS

Oppo A97 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর এবং 12GB RAM রয়েছে

Oppo A97 5G ফোনের 12GB RAM সহ 256GB স্টোরেজ মডেলের দাম 1,999 ইউয়ান (প্রায় 23,600 ভারতীয় টাকা)

15 জুলাই থেকে এর বিক্রি শুরু হবে Oppo A97 5G ফোনের

স্মার্টফোন নির্মাতা Oppo বাজারে Oppo A97 5G লঞ্চ করেছে। এই ফোনটি 48 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ সহ আসে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর এবং 12GB RAM সহ 256GB স্টোরেজ রয়েছে। এই ফোনে 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোন দুটি কালার ভ্যারিয়্যান্টে আসে।

Oppo A97 5G দাম

Oppo বর্তমানে চিনের বাজারে Oppo A97 5G লঞ্চ করেছে। এই ফোনের 12GB RAM সহ 256GB স্টোরেজ মডেলের দাম 1,999 ইউয়ান (প্রায় 23,600 ভারতীয় টাকা) রাখা হয়েছে। এটি চাইনিজ ই-কমার্স ওয়েবসাইট Jd.com-এ প্রি-বুকিংয়ের জন্য লিস্ট করা হয়েছে। 15 জুলাই থেকে এর বিক্রি শুরু হবে। Oppo A97 5G দুটি কালার ভেরিয়েন্ট ডিপ সি ব্লু এবং কোয়েট নাইট ব্ল্যাক এ লঞ্চ করা হয়েছে।

Oppo A97 5G এর স্পেসিফিকেশন

Oppo A97 5G ফোনে Android 12 ভিত্তিক ColorOS 12 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। Oppo A97 5G এর একটি 6.66-ইঞ্চি ফুল HD ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে, এর রেজোলিউশন হল (1,080×2,020)। ডিসপ্লেতে AI এর স্মার্ট আই প্রোটেকশন ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে Octa core MediaTek Dimensity 810 5G প্রসেসর পাওয়া যাচ্ছে। ফোনে 12 জিবি র‍্যাম রয়েছে, যা 19 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Oppo A97 5G ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল। দ্বিতীয় ক্যামেরাটি একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফির জন্য এই ফোনে 12 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে।

স্মার্টফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফার্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারির ব্যাপারে কোম্পানির দাবি যে একবার চার্জে এটি একটানা 15 ঘণ্টা ভিডিও চালাতে পারে। ফোনে ডাবল স্টেরিও স্পিকার রয়েছে এবং BASS এর উন্নতির জন্য Dirac Technology ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটির জন্য, এই ফোনটি 5G, 4G LTE, Wi-Fi, ব্লুটুথ, 3.5mm হেডফোন এবং USB Type-C সাপোর্ট করে। সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার সিকিউরিটির জন্য দেওয়া।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo