ফেস আনলক ফিচারের সঙ্গে Oppo A83 ভারতে লঞ্চ হল

ফেস আনলক ফিচারের সঙ্গে Oppo A83 ভারতে লঞ্চ হল
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি অনলাইন আর অফালাইন দুরকম প্ল্যাটফর্ম থেকেই কিনতে পাওয়া যাবে

Oppo A83 ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেছে। এটি একটি মিড রেঞ্জের স্মার্টফোন আর এই ফোনটিতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে, আর এই ফোনটির দাম 13,990 টাকা। এই স্মার্টফোনটি অফলাইন আর অনলাইন দুধরনের প্ল্যাটফর্মেই কিনতে পাওয়া যাবে।

এই ফোনটি অনলাইনে শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে আর অ্যামাজন ইন্ডিয়াতে কিনা যেতে পারে। এটি 20 জানুয়ারি থেকে ভারতে কিনতে পাওয়া যাবে। এটি ব্ল্যাক আর গোল্ড দুটি কালার অপশানে কেনা যাবে।

Oppo A83 ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে ডুয়াল সিম স্লট দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের কালার আইওএসের 3.2তে কাজ করে। এতে 2.5GHz অক্টা কোর প্রসেসারের সঙ্গে 4GB র‍্যাম দেওয়া হয়েছে। এটি 5.7-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে যুক্ত। আর এই ডিসপ্লের রেজিলিউশান 720×1440 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9।

আর এছাড়া Oppo A83 ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। আর সেখানে এর ফ্রন্ট ক্যামেরা 8MP’র আর এই ফোনটির স্টোরেজ 16GB। যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়।

Digit.in
Logo
Digit.in
Logo