Oppo A71 2018 স্ন্যাপড্র্যাগন 450 আর 3GB র‍্যামের সঙ্গে ভারতে লঞ্চ হল

Oppo A71 2018 স্ন্যাপড্র্যাগন 450 আর 3GB র‍্যামের সঙ্গে ভারতে লঞ্চ হল
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিতে AI-নির্ভর বিউটি ফিকেশান টেকনলজি দেওয়া হয়েছে

Oppo A71 2018 ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেছে। ভারতীয় বাজারে এই স্মার্টফোনটির দাম 9,990 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটিতে AI নির্ভরশীল বিউটি ফিকেশান রেকগজেশান টেকনলজি দেওয়া হয়েছে। এই ফোনটিতে মেটাল বডি ডিজাইন দেওয়া হয়েছে। এটি অ্যামাজন ফ্লিপকার্ট আর স্ন্যাপডিলে কিনতে পাওয়া যাবে। এটি গোল্ড আর ব্ল্যাক কালারে লঞ্চ হয়েছে। অ্যামাজনে মোটোরোলা ফোনের ওপর বিশেষ ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Oppo A71 2018 ফোনটির ফিচার্স একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.2-ইঞ্চির HD ডিসপ্লে 1280 x 720 পিক্সাল রেজিলিউশান দেওয়া হয়েছে। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 প্রসেসার আর 3GB র‍্যাম দেওয়া হয়েছে।

এই ফোনটিতে 16GB’র ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়। এটি কালারআইওএস 3.2তে কাজ করে যা অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটে আধারিত।

এই স্মার্টফোনটিতে 13MP’র f/2.2 অ্যাপার্চার যুক্ত রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এতে 5MP’র f/2.4 অ্যাপার্চার যুক্ত ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এর ব্যাটারি 3000mAh এর।

এই ফোনটিতে ডুয়াল সিম স্লটও আছে এই ফোনটিতে একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে। এতে GPS,ব্লুটুথ 4.2, ওয়াই-ফাই, OTG আর একটি মাইক্রো-USB পোর্টও আছে।

Digit.in
Logo
Digit.in
Logo