OPPO A7 ফোনটির দামে বড় ছাড়, এবার মাত্র 12,990 টাকায় পাওয়া যাচ্ছে

Updated on 29-Apr-2019
HIGHLIGHTS

Oppo A7 ফোনটির দাম 2000 টাকা কমল

এই ফোনটির 3GB ভেরিয়েন্টটি মাত্র 12,990 টাকায় আর 4GB ভেরিয়েন্টটি মাত্র 14,990 টাকায় কেনা যাচ্ছে

মিড রেঞ্জ স্মার্টফোন Oppo A7 য়ের দাম কমেছে এবার এই ফোনটি ভারতে আপনারা 2000 টাকা কমে কিনতে পারবেন। আমরা যদি গ্যাজেট 360 র একটি রিপোর্ট দেখি তবে আপনাদের বলে রাখি যে এই ফোনটির 3GB মডেল আপনারা মাত্র 12,990 টাকায় কিনতে পারবেন আর সেখানে এই ফোনটির 4GB র‍্যাম ভেরিয়েন্টটি কিনতে চাইলে আপনারা তা 14,990 টাকায় কিনতে পারবেন।

এই ফোনটি গত বছর নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল, আর এর 4GB মডেলটি ভারতে 16,990 টাকায় লঞ্চ করা হয়েছিল। আর এবার এই ফোনটির দাম অনলাইন আর অফলাইন দুই জায়গাতেই কমেছে,

এই ডিভাইসের মানে Oppo A7 ফোনটির বিষয়ে যদি বলি তবে এই ডিভাইসটিতে আপনারা 6.1 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 SoC দেওয়া হয়েছে। এই ফোনের স্টোরেজ 4GB র‍্যাম 64GB আর এই ফোনটি চিনে প্রি অর্ডার বুকিংয়ে দাম CNY 1599 মানে প্রায় 16,500 টাকা। আর এই ফোনটির ব্যাকে ইউজাররা ‘3D heat-curved grating pattern’ পাচ্ছেন যা মিরার্ড টেক্সচার নির্ভর। আর এই ফোনটির ইউজারদের জন্য দুটি কালার ভেরিয়েন্ট আছে যার মধ্যে ‘গ্লেজ ব্লু’ আর ‘গ্লোয়িং গোল্ড’ কালার আছে।

Oppo A7 ফোনে 4230mAh য়ের ব্যাটারিয়া ছে আর কোম্পানি দাবি করেছে যে ফি অনে ইউজাররা প্রায় 8 ঘন্টার গেমিং করতে পারবেন। আর গেমিংয়ের কথা বল্লে বলতে হয় যে এতে  HyperBoost  প্রযুক্তির Huawei র GPU Turboর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবেন। আর এই প্রযুক্তি গেমিং পার্ফর্মেন্স ভাল করবে।

আর এই ফোনের ক্যামেরা সেটআপের বিষয়ে যদি বলি তবে এই ফোনে 16MP র ফ্রন্ট ক্যামেরা আছে আর যা AR স্টিকার সাপোর্ট করে। আর এই ডিভাইসের ব্যাকে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে তবে কোম্পানি এতে সেন্সার দেয় নি।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :