বাজেট স্মার্টফোন Oppo A5s তাইওয়ানে লঞ্চ হল

বাজেট স্মার্টফোন Oppo A5s তাইওয়ানে লঞ্চ হল
HIGHLIGHTS

Oppo A5s তাইওয়ানে লঞ্চ করা হয়েছে আর এই ফোনটির চিপসেট ছাড়া এটি Oppo A5 র মতন

 

হাইলাইট

  • Oppo A5 ফোনটির মতন এক স্পেক্সের সঙ্গে লঞ্চ হয়েছে
  • Oppo A5s হেলিও P35 SoC যুক্ত
  • এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে

 

Oppo তাদের লেটেস্ট বাজেট স্মার্টফোন Oppo A5s তাইওয়ানে লঞ্চ করেছে আর এই নতুন স্মার্টফোনটি এর আগের Oppo A5 নামের নতুন CPU ভেরিয়েন্টের মতনই আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 450 SoC আছে। আর এই ফোনটি জুলাই 2018 সালে লঞ্চ করা হয়েছিল। লেটেস্ট Oppo A5s হেলিও P35 SoC যুক্ত।

হেলিও 35 ছাড়া Oppo A5s য়ের সব স্পেক্স এর আগের Oppo A5 মডেলের মতনই। এই A5s ফোনে আপনারা 6.2 ইঞ্চির IPC LCD ডিসপ্লে পাবেন যার ওপরে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর এই ফোনটি 720×1520 পিক্সাল HD+ রেজিলিউশান অফার করে। আর নচে 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে আর এই ফোনের ব্যাকে 13 আর 2মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

Oppo A5s ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও অপারেটিং সিস্টেম আছে যা কালার OS 5.2 UI তে কাজ করে। আর এই ফোনে 3GB র‍্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে। আর এও ফোনে একটি 4,230mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি ফাস্ট চার্জ সাপোর্ট করে না। আর এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে।

ভায়া:

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Hindi

Digit Hindi

Ashwani And Aafreen is working for Digit Hindi, Both of us are better than one of us. Read the detailed BIO to know more about Digit Hindi View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo