16MP ‘র ফ্রন্ট ফেসিং ক্যামেরা যুক্ত ওপ্পোর এই 4G VoLTE স্মার্টফোনটির দাম কমে গেল

Updated on 18-Dec-2017
HIGHLIGHTS

ওপ্পো A57 স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে

OPPO A57 ফোনটির দাম কমে গেছে আর আপবি যদি বেশ কিছু সময় ধরেই এই ফোনটি কেনার কথা ভাবছিলেন তবে আজকে আপনার কাছে একটি ভাল সুযোগ এসেছে। আসলে OPPO A57 স্মার্টফোনটি ভারতে 14,990 টাকা দামে লঞ্চ হয়েছিল আর এবার ডিস্কাউন্টের পরে এই ফোনটি আপনি মাত্র 13,990 টাকায় কিনতে পারবেন।

আর এই ফোনটি ফ্লিপকার্ট থেকে 1555 টাকার নোকস্ট মান্থলি ইন্সটলমেন্টে কিনতে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটি 679 টাকার মান্থলি ইন্সটলমেন্টে কেনা যাবে।এই ফোনটির ওপরে এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে।

OPPO A57 স্মার্টফোনটির স্পেসিফিকেশান একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.2-ইঞ্চির 2.5 HD কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজিলিউশান 720×1280 পিক্সাল। আর এই ফোনটিতে 1.4GHz অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 প্রসেসারও আছে। এই ফোনে অ্যাড্রিনো 505 GPU আছে। এই ফোনটিতে 3GB র‍্যাম আর 32GB ইন্টারনালস্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি এক্সপেন্ড করা যায়। এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেম আছে আর এটি এর কালার অপারেটিং সিস্টেম 3.0 তে কাজ করতে পারে। এই ফোনের ব্যাটারি 2900mAh এর।

এবার একবার এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা f/2.2 অ্যাপার্চার, PDAF, LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। আর এছাড়া এই ফোনটিতে 16 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে 4G VoLTE,ওয়াইফাই, ব্লুটুথ আর GPS এর মতন ফিচার্সও আছে। এই ফোনটির থিকনেস 7.65mm আর এর ওজন 147 গ্রাম।

নোটঃ সাইটের দামের পরিবর্তন হয়ে থাকে আর এই পরিবর্তন সাইটের ব্যক্তিরাই করেন।

Connect On :