Oppo A5 স্মার্টফোনে আপনারা একটি 6.2ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এছাড়া এতে স্ন্যাপড্র্যাগন 450 থাকতে পারে আর এই বিষয়ে খবর TENAA র লিস্টিংয়ে দেখা গেছে
সম্প্রতি Oppo তাদের Realme1 স্মার্টফোনতি লঞ্চ করেছিল, এই ডিভাইসটি বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে, আর এই স্মার্টফোনের স্পেক্স আর ফিচার্সের ওপর নির্ভর করে সাইমি স্মার্টফোনকে রিয়েলমি করা টক্কর দেবে। তবে মনে হয় যে কোম্পানি এবার বাজেট সেগমেন্টে বেশি ফোন আনতে চায়, এই সেগমেন্টে তারা আরও ফোন আনতে চলেছে। এরকমই মনে হচ্ছে কারন কোম্পানির তরফ একটি নতুন বাজেট-স্মার্টফোন হিসাবে Oppo A5 লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।
এই ডিভাইসটিকে সম্প্রতি TENNA তে দেখা গেছিল। আর এর একটি ইমেজ এই লিস্টিং থেকে সামনে এসেছে, যা হরাইজেন্টালি ডুয়াল ক্যামেরার সঙ্গে দেখা যাবে। আর এছাড়া এতে একটি সিঙ্গেল ফ্ল্যাশ দেওয়া হবে যা ক্যামেরার ঠিক পাসে দেখতে পাবেন।
Oppo A5 ডিভাইসটির বিষয়ে আমরা যদি কথা বলি তবে এই ডিভাইসের বিষয়ে এর আগেও অনেক খবর সামনে এসেছিল। আর এই খবর অনুসারে ডিভাসিএ আপনারা একটি 6.2ইঞ্চির নচ হিন HD+ স্ক্রিন পাবেন। আর এই লিকটি যদি ভাল করে খেয়াল করা হয় তবে দেখা যাবে যে এর স্ক্রিন রেজিলিউশানও আপনি A3 ডিভাইসের থেকে কম পাবনেন। আর যদি লিককে সম্পূর্ণ ভাবে ভাল করে দেখা হয় তবে আপনাদের বলে রাখি যে এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 540 চিপসেট থাকবে। আর এছাড়া এর ব্যাকে লিক অনুসারে ডুয়াল ক্যামেরা থাকবে। আর এই ক্যামেরা 13MP আর 2MP র হতে পারে।
আর এছাড়া এই লিক অনুসারে এও জানা গেছে যে এই ডিভাইসে আপনারা একটি ফেস আনলক ফিচার পাবেন, যা আপনাদের বায়োমেট্রিক্স সুরক্ষা আরও বাড়াবে। আর এই ডিভাইসে 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওইয়া হবে। আর এছাড়া মনে করা হচ্ছে যে এই ডিভাইসে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সান 8.1 Oreo র সঙ্গে লঞ্চ করা হতে পারে। আর এই ডিভাইসের দাম ইত্যাদির বিষয়ে জানা যায়নি। তবে সেই বিষয়েও কিছু জানা গেলে আমরা আপনাদের জানাবো।