ওপ্পো সম্প্রতি ভারতীয় বাজারে OPPO A3x 4G ভারতে লঞ্চ করেছিল। এটি A সিরিজের আওতায় আনা হয়েছে। ওপ্পো এ3এক্স ফোনের দাম 8999 টাকা থেকে শুরু হয়। একই দামের রেঞ্জে বাজারে Realme Narzo N63 স্মার্টফোন রয়েছে। আপনি যদি 10,000 টাকা কম দামে একটি ফোন কিনতে চান তবে এই খবর আপনার কাজে আসবে। এই খবরে আমরা OPPO A3x 4G এবং Realme Narzo N63 এর তুলনা করবো। আসুন জেনে নেওয়া যাক 10,000 টাকার কম দামে কোন ফোনটি একটি ভাল বিকল্প হবে।
ওপ্পো এ3এক্স 4জি ফোনের দুটি ভ্যারিয়্যান্ট রয়েছে। ফোনের 4GB RAM+64GB মডেলের দাম 8999 টাকা এবং 4GBRAM+128GB স্টোরেজ মডেলের দাম 9999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: Jio এর এই সস্তা রিচার্জ প্ল্যানে ঘুম উড়ল Airtel-BSNL এর, একটি রিচার্জ চলবে 3 সিম
অন্যদিকে রিয়েলমি নারজো এন63 ফোনের 4GB RAM+64GB মডেলের দাম 8499 টাকা। এবং 4GB RAM+128GB মডেলের দাম 8,999 টাকা রাখা হয়েছে।
এখানে দাম দেখে বোঝা যাচ্ছে রিয়েলমির দুটি মডেল ওপ্পো থেকে সস্তা।
ডিসপ্লে
দুটি ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশনের কথা বললে, একই ফিচার রয়েছে। তবে রিয়েলমি নারজো এন63 ফোনে একটু বড় প্যানেল দেওয়া। কিন্তু ওপ্পো এ3এক্স ফোনের ডিসপ্লের পিক ব্রাইটনেস একটু উন্নত।
ওপ্পো ফোনে 6.67-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া যা 1000 নিট পিক ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। রিয়েলমি ফোনে 6.75-ইঞ্চির HD+ IPSLCD স্ক্রিন দেওয়া। এটি 560 নিটস পিক ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
পারফরম্যান্স
প্রসেসর হিসেবে ওপ্পো এ3এক্স 4জি ফোনটি কোয়ালকম Snapdragon 6s Gen 1 4জি চিপসেটে কাজ করে। রিয়েলমির ফোন Tiger T612 প্রসেসরে চলে। দুটি এন্ট্রি লেভেল চিপসেট।
ক্যামেরা
ফটোগ্রাফির ক্ষেত্রে ওপ্পো ফোনে 8MP মেইন সেন্সর এবং সেলফির জন্য 5MP সেন্সর দেওয়া। পাশাপাশি, রিয়েলমি ফোনে 50MP মেইন সেন্সর এবং 8MP সেলফি সেন্সর রয়েছে।
ব্যাটারি এবং চার্জিং
পাওয়ার দিতে দুটি ফোনে 45W চার্জিং সাপোর্ট দেওয়া। তবে দুটি ফোনের ব্যাটারি আলাদা। ওপ্পো এ3এক্স 4জি ফোনে 5100mAh ব্যাটারি এবং রিয়েলমি নারজো এন63 ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।
আরও পড়ুন: OPPO Reno 13 এবং Reno 13 Pro ফোনের অপেক্ষা শেষ, এই দিন হবে লঞ্চ