Oppo A38 ফোন চুপিসারে India Launch, 50MP Camera এবং Big Battery মতো রয়েছে Specs
Oppo চুপিসারে ভারতের বাজারে Oppo A38 লঞ্চ করে দিয়েছে
Oppo A38 ফোনটি মাত্র 12999 টাকায় লঞ্চ করা হয়েছে
লঞ্চ অফারের আওতায় Oppo A38 ফোনে কোম্পানি কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় দিচ্ছে
স্মার্টফোন কোম্পানি Oppo চুপিসারে ভারতের বাজারে Oppo A38 লঞ্চ করে দিয়েছে। ফোনটি এন্ট্রি লেভল ফিচার এবং স্টাইলিশ ডিজাইন এর সাথে বাজারে আনা হয়েছে। Oppo A38 ফোনের বিক্রি আগামী সপ্তাহে শুরু হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট Oppo A38 ফোনে কী রয়েছে ফিচার এবং কত দামে কেনা যাবে।
Oppo A38 Price and Sale in India
Oppo A38 ফোনটি মাত্র 12999 টাকায় লঞ্চ করা হয়েছে। ওপ্পোর এই নতুন ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলে কোম্পানির ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। Oppo এর নতুন ফোনটি 13 সেপ্টেম্বর থেকে বিক্রি করা হবে।
আরও পডুন: Samsung Galaxy A-Series এর দুটি ফোনে অবিশ্বাস্য ছাড়, New Price কত জানেন?
Get ready to elevate your mobile experience! Launching OPPO A38, at just Rs.12,999
Experience the power of 4GB RAM + 128GB ROM, capture brilliance with the 50MP AI Camera, and recharge in a flash with 33W SUPERVOOC TM. #OPPOA38
Know More: https://t.co/uUpx01y9OB pic.twitter.com/KhynSxJNq1
— OPPO India (@OPPOIndia) September 8, 2023
লঞ্চ অফারের আওতায় Oppo A38 ফোনে কোম্পানি কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া ফোনে নো-কস্ট EMI অপশনও পাওয়া যাবে।
Oppo A38 Specification and Features
Oppo A38 ফোনের ডিসপ্লেতে 6.56-ইঞ্চি স্ক্রিন দেওয়া, যার 720 x 1612 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া।
ফোনের ফাস্ট পারফরম্যান্সের জন্য Helio G85 চিপসেটের ব্যবহার করা হয়েছে।
ফোনে 4GB RAM+ 128GB স্টোরেজ অফার করা হয়েছে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে।
Oppo A38 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের মেইন সেন্সর হিসেবে থাকছে 50MP সেন্সর এবং দ্বিতীয় সেন্সর 5MP এর দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5MP সেন্সর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Oppo A38 ফোনকে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
ওপ্পো ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
আরও পডুন: Jio Bumper Plan: প্রতিদিন মাত্র 4 টাকার খরচে 1 Year Validity, কলিং সহ Unlimited 5G Data
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile