Oppo A3 Pro யின் அறிமுகம் தேதி வெளியானது, இதன் அம்சங்கள் லீக்
OPPO চীনের বাজারে তার লেটেস্ট OPPO A3 Pro ফোন আনতে চলেছে। চীনে এই ফোনটি 12 এপ্রিল লঞ্চ করা হবে। রিপোর্ট থেকে জানা গেছে যে এটি কোম্পানির প্রথম স্মার্টফোন হবে যা IP69 রেটিং সহ আসবে। কোম্পানি এতে ধুল এবং জল থেকে রক্ষা করার সবচেয়ে বেশি সিকিউরিটি দিয়েছে।
লঞ্চের মাত্র কিছু দিন আগেই ওপ্পো এ৩ প্রো ফোনরে রিয়াল লাইফ ছবি প্রকাশ হয়েছে। নতুন ছবিতে ফোনের ডিজাইন সহ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আসুন ওপ্পো A3 প্রো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Google Pixel 8a স্মার্টফোনের ছবি ফাঁস, নতুন ডিজাইন এবং স্টাইলিশ লুক সহ হবে লঞ্চ
দামের কথা বললে, আপাতত আপকামিং ওপ্পো ফোনের দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বর্তমানে চীনে ওপ্পো ফোনটি প্রিবুকিং করা হচ্ছে।
লাইভ ছবিতে ওপ্পো ফোনটি Azure, Yun Jin Pink এডিশনে দেখা গেছে। ফোনের ফ্রন্ট এবং ব্যাক ডিজাইনে কার্ভড এজ দেওয়া হয়েছে।
ওপ্পোর ফোনের প্রথম ছবি থেকে ফোনের স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। ফোনের ডিসপ্লেতে 6.7-ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে।
রিপোর্ট দাবি করা হয়েছে যে ফোনে Dimensity 7050 চিপসেট হবে।
ক্যামেরার কথা বললে, ফোনে রিয়ারে 64MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্টে সেলফি তোলার জন্য এতে 8MP সেন্সর দেওয়া।
পাওয়ার দিতে ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।
ওপ্পো ফোনটি চীনে 12GB RAM+256GB এবং 12GB+512GB স্টোরেজ মতো দুটি ভ্যারিয়্যান্ট পাওয়া যাবে।
আরও পড়ুন: Motorola Edge 50 Pro 5G ফোনের প্রথম সেল শুরু, AI ফিচার সহ শক্তিশালী স্মার্টফোনে মিলবে দুর্দান্ত ছাড়