SAMSUNG GALAXY NOTE 10 সিরিজ কম সময়ে নতুন রেকর্ড করল

SAMSUNG GALAXY NOTE 10 সিরিজ কম সময়ে নতুন রেকর্ড করল
HIGHLIGHTS

স্যামসাং গ্যালাক্সি S8 ফোনটিও এই রকমের রেকর্ড করেছিল

আর এছাড়া স্যামসাং গ্যালাক্সি নোট 9 য়ের সেলের পরিসংখ্যান

এখানে স্যামসাং সারা বিশ্বেই কিছুনা কিছু সমস্যায় পরেছে আর এর পরেও তাদের ফোনের পার্ফর্মেন্সে কোন সমস্যা দেখা যায় নি। আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানি গ্যালাক্সি S105G মোবাইল ফোন ভাল বিক্রি হয়েছে আর এর সঙ্গে এই ক্ষেত্রে কোম্পানির স্যামসাং গ্যালাক্সি Note 10 সিরিজের ফোনও আছে।

কোম্পানি অফিসিয়ালি জানিয়েছে যে তারা এটি ভাল 25 দিনের মধ্যে তাদের গ্যালাক্সি নোট 10 সিরিজের মোবাইল ফোনের প্রায় 10 লাখ ইউনিট বিক্রি করেছে আর এটি একটি নতুন রেকর্ড আর বলা হচ্ছে যে এই রকম এর আগে অন্য কোন ডিভাইসের সঙ্গে হয়নি।

আপনাদের জানিয়ে রাখি যে এর আগে Samsung Galaxy S8 ফোনটিও একটি রেকর্ড করেছিল আর এই রেকর্ড প্রায় 37 দিনের মধ্যে 10 লাখ ইউনিট বিক্রির ছিল। তবে আপনাদের জানিয়ে রাখি যে স্যামসাং গ্যালাক্সি নোট 10 আর স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস ফোনটি লঞ্চের পরে কোম্পানি নতুন রেকর্ড করেছে। আর আপনাদের জানিয়ে রাখি যে স্যামসাং গ্যালাক্সি নোট 9 ফোনটির বিক্রি সংখ্যা এর প্রায় অর্ধেক। আর এবার স্যামসাং গ্যালাক্সি নোট 10 সিরিজের সেল দেরগুন হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo