MOTO E6 ফোনের স্পেক্স আর ফিচার্স জানা গেছে

Updated on 02-May-2019
HIGHLIGHTS

‘Surfn’ কোডনেমের সঙ্গে এই ডিভাইসটি দেখা গেছে

ডিভাইসটি সিঙ্গেল রেয়ার আর ফ্রন্ট ক্যামেরার সঙ্গে দেখা গেছে

Moto G7 সিরিজের প্রথম ফোন এসেছে আর এবার দেখার যে Moto E সিরিজের পরবর্তী ফোন কবে আসে। আর এখনও পর্যন্ত কোম্পানি জানায়নি যে Moto E6 ডিভাইসের কি স্পেক্স অনলাইনে দেখা গেছে।

খেয়াল রাখতে হবে যে Moto E5, Moto E5 Plus আর Moto E5 Play গত বছর ব্রাজিলে লঞ্চ করা হয়েছিল। আর এর পরে জুলাই মাসে  Moto E5 আর Moto E5 Plus আর ভারতে লঞ্চ করা হয়েছে। Moto E5 Plus ফোনয়ির দাম 11,999 টাকা আর সেখানে Moto E5 য়ের দাম 9,999 টাকা।

Moto E6 ফোনটি সস্তায় লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। ভারতে লঞ্চের পরে এই ফোনটি বিখ্যাত ডিভাইস শাওমি, রিয়েলমি আর হনারের স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে। আর Moto E6 ফোনের কিছু স্পেক্স XDA  Mishaal Rahman র মাধ্যমে অনলাইনে শেয়ার করেছিল।

লিক অনুসারে Moto E6 ‘Surfna’  কোডনেম দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে 5.4 ইঞ্চির HD+ (1440×720পিক্সাল) ডিসপ্লে দেওয়া হবে। আর এই ফোনে 32বিট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430SoC আছে। আর এই ডিভাইসটি 2GB/16GB আর 32GB স্টোরেজে আসবে।

আর বাকি লিক অনুসারে এই ডিভাইসে 13MP র S5K3L6 রেয়ার ক্যামেরা থাকবে যার অ্যাপার্চারজ f/2.0 হবে আর সেখানে এই ফোনের ফ্রন্টে একটি 5MP র  S5K5E9 ক্যামেরা থকাবে যা f/2.0 অ্যাপার্চারের সঙ্গে আসবে। আর সফটোয়্যারের ক্ষেত্রে এই ডিভাইসে স্টক অ্যান্ড্রয়েড 9 পাই থাকতে পারে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :