OnePlus6T ফোনটি গত মাসে লঞ্চ করা হয়েছে আর এবার এই ফোনটির একটি নতুন কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে আর এটি OnePlus 6T Thunder Purple নামে লঞ্চ করা হয়েছে
চিনে ওয়ানপ্লাস OnePlus6T ফোনটির নতুন Thunder Purple কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছে আর এই নতুন ভেরিয়েন্টটি OnePlus6T ফোনটি লঞ্চ করার এক সপ্তাহ পরে লঞ্চ করা হয়েছে। আর এখন একটি নতুন কালার ভেরিয়েন্ট শুধু চিনে লঞ্চ করা হয়েছে। এই নতুন কালার ভেরিয়েন্টটি 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম RMB 3,399।
আর এই ফোনের অন্য 8GB র্যাম আর 128GB ভেরিয়েন্ট আর 8GB র্যাম আর 246GB ভেরিয়েন্টের দাম যথাক্রমে RMB 3,599 আর RMB 3,999। এই ফোনে কালার ছাড়া বাকি সব হার্ডওয়্যার আর স্পেসিফিকেশান একই।
OnePlus6T ফোনটির স্পেসিফিকেশান
OnePlus6T ফোনটিতে 6.41ইঞ্চির অপ্টিক্স AMOLED 19:5:9 ডিসপ্লে যুক্ত আর এই ফোনের রেজিলিউশান 2340x1080p, আর এই ফোনের পিক্সাল ডেনসিটি 402PPI। আর এই ফোনের স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে আর ওয়ানপ্লাস বলেছে যে এর নচের বদলে স্ক্রিন-টু-বডি রেশিও 86 শতাংস আর OnePlus 6 ফোনে 83.8 শতাংস ছিল। আর OnePlus বলেছে যে কোম্পানি ডিসপ্লে ব্রাইটনেস লেভেল, কালার অ্যাকুয়েরেসি আর কালার রেঞ্জ আরও ভাল করার কাজ করবে।
আর OnePlus6T ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC যুক্ত আর এই ফোনে 2.8GHz আর এই ডিভাইসের বেস ভেরিয়েন্ট 6GB র্যাম আর 128GB স্টোরেজ যুক্ত আর এই ফোনে র 8GB র্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে। আর এটি LPDDR4X র্যাম আর UFS 2.12 লেন স্টোরেজ যুক্ত। এই ফোনটি লেটেস্ট OS যুক্ত আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই যুক্ত আর এই নতুন OS য়ে উন্নতির পরে এবার নতুন ফিচার্স আসবে যাতে আপডেট গেমিং মোড আর স্মার্ট বুস্ট ইত্যাদি থাকবে আর এটি অ্যাপ স্টোর হতে 5-20 শতাংশ পর্যন্ত সময় নেয়।