digit zero1 awards

OnePlus Thunder Purple ভেরিয়েন্টের সেল আজ দুপুর 2 টোর সময়ে অ্যামাজনে হবে

OnePlus Thunder Purple ভেরিয়েন্টের সেল আজ দুপুর 2 টোর সময়ে অ্যামাজনে হবে
HIGHLIGHTS

OnePlus তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইসে 6T র নতুন থান্ডার পার্পেল কালার ভেরিয়েন্ট 41,999 টাকায় লঞ্চ করেছে আর আজকে দুপুর 2 টোর সময়ে এই ফোনটি অ্যামাজনে আর ওয়ানপ্লাস থেকে কেনা যাবে

আপনারা যদি নতুন OnePlus 6T ফোনটি কিনতে চান তবে আজকে আপনাদের জন্য দারুন সুযোগ এসেছে। আজকে এই ফোনটির থানডার পার্পেল এডিশানটি কেনা যেতে পারে, আজকে দুপুর 2টোর সময়ে এই ফোনটি কেনা যাবে। এর আগে এই ফোনটি মিরার ব্ল্যাক আর মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যেত।

OnePlus 6T ফোনটির থান্ডার পার্পেল এডিশানের দাম আর অফার্স

OnePlus6T ফোনটির থান্ডার পার্পেল কালার ভেরিয়েন্টটি 41,999 টাকায় কেনা যেতে পারে। আর এই স্মার্টফোনটি সুদুহু মিড লেভেল কনফিগারেশানের সঙ্গে এসেছে। OnePlus6T থান্ডার পার্পেল ভেরিয়েন্টটি আজ দুপুর 2টোর সময়ে অ্যামাজান ইন্ডিয়া আর OnePlus য়ের ওয়েবসাইট থেকে কেনা যাবে।

আর আপনারা যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কেনেন তবে আপনারা এই ডিভাইসে 1,500 টাকার ডিস্কাউন্ট পাবেন। আর কোম্পানি জিও ইউজার্সদের 5,400 টাকা পর্যন্ত ইন্সট্যান্ড ক্যাশব্যাক অফার করছে আর রিলায়েন্স জিও ভাউচার্স হিসাবে এটি পাওয়া যাবে। আর এর সঙ্গে এই ডিভাইসটি নো কস্ট EMI তে কেনা যেতে পারে।

OnePlus6T থান্ডার পার্পেল ফোনটির স্পেসিফিকেশান

OnePlus6T ফোনটিতে 6.41 ইঞ্চির অপ্টিক AMOLED 19:5:9 ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 2340X1080p আর এর পিক্সাল ডেনসিটি 402 PPI।স্ক্রিনে নতুন কর্নিং গোরিলা গ্লাস 6য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর ওয়ানপ্লাস বলেছে যে নতুন নচে এর স্ক্রিন টু বডি রেশিও 86 শতাংশ হয়েছে আর সেখানে এই রেশিও OnePlus6 য়ে 83.8ছিল। আর কোম্পানি বলেছে যে ডিসপ্লে ব্রাইটনেশ লেভেল, কালার অ্যাকুয়েরেসি আর কালার রেঞ্জ আরও ভাল করার জন্যও কাজ করা হয়েছে। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC আছে আর এর ক্লক স্পিড 2.8GHz পর্যন্ত আর এই ডিভাইসের র‍্যাম 8Gb আর স্টোরেজ 128GB।

আমরা যদি OnePlus 6T ফোনটির ক্যামেরার কথা বলি তবে এই ফোনে রেয়ারে 16 আর 20 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে যা যথাক্রমে Sony IMX 519, Sony IMX 376K সেন্সার যুক্ত। 16MP র প্রাইমারি ক্যামেরার অ্যাপার্চার f/1.7 আর 1.2um পিক্সাল সাইজ যুক্ত আর এর অন্য 20 মেগাপিক্সালের সেন্সার f/1.7 অ্যাপার্চার আর 1.0um পিক্সাল সাইজ যুক্ত।

এই ফোনের ফ্রনাট ক্যামেরা যদি দেখি তবে এতে 16 মেগাপিক্সালের Sony IMX 371 সেন্সার আছে আর এর অ্যাপার্চার f/2.0 আর EIS আর 1.0um পিক্সাল সাইজ যুক্ত। OnePlus 6 য়ের মতন এই OnePLus6T ফোনটির সেটিংসে গিয়ে ফোনে নচ হাইড করা যায়। এই ফোনে 3700mAh য়ের ব্যাটারি আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo