OnePlus এর প্রথম ট্যাবলেটের হচ্ছে ব্যাপক প্রোডাকশন, লঞ্চ হতে পারে জুন মাসে

OnePlus এর প্রথম ট্যাবলেটের হচ্ছে ব্যাপক প্রোডাকশন, লঞ্চ হতে পারে জুন মাসে
HIGHLIGHTS

OnePlus তাদের প্রথম ট্যাবলেট লঞ্চ করতে চলেছে মার্কেটে

OnePlus এর নতুন এই ডিভাইসটির নাম OnePlus Pad রাখা হয়েছে

OnePlus Pad ট্যাবলেটটি জুন মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে

OnePlus তাদের প্রথম ট্যাবলেট লঞ্চ করতে চলেছে মার্কেটে। সম্প্রতি তাদের সিস্টার কোম্পানি OPPO, Realme এবং Vivo নিজস্ব নিজস্ব ট্যাবলেট নির্বাচিত কিছু বাজারে লঞ্চ করেছে। OnePlus এর নতুন এই ডিভাইসটির নাম OnePlus Pad রাখা হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ইউরোপীয় এবং ইউরেশিয়ান দেশে ট্যাবলেটটির ব্যাপক প্রোডাকশনের (mass production) কাজ চলছে। অর্থাৎ, OnePlus Pad খুব শীঘ্রই ট্যাবলেটের মার্কেটে অন্যান্য কোম্পানিকে কঠিন প্রতিযোগিতা দিতে আসছে।

ডিভাইসটির ব্যাপক প্রোডাকশনের খবর প্রথম দেয় @stufflistings। রিপোর্ট অনুসারে, OnePlus Pad ট্যাবলেটটি 2022 সালের প্রথম হাফেই লঞ্চ হতে চলেছে। যেহেতু, OnePlus Pad এর mass-production ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অনেকেই মনে করছেন ট্যাবলেটটি জুন মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে। যদিও অফিসিয়ালি OnePlus Pad কবে লঞ্চ হতে পারে তার সঠিক তারিখ এখনও জানা যায়নি।

OnePlus Pad ছাড়াও OnePlus কোম্পানি আরও বেশকিছু ডিভাইসের উপর কাজ করছে যেগুলি শীঘ্রই মার্কেটে লঞ্চ হতে পারে। এর মধ্যে অন্যতম ডিভাইসটি হল কোম্পানির প্রথম Nord-ব্র‍্যান্ডেড স্মার্টওয়াচ, যেটি OnePlus Nord 3 স্মার্টফোনের সাথে লঞ্চ হতে পারে।

রিপোর্ট অনুযায়ী, বিদেশের মার্কেটে চীনা কোম্পানিটি 5 টি নতুন প্রোডাক্ট 2022 সালে লঞ্চ করতে চলেছে। এই নতুন প্রোডাক্টগুলির মধ্যে রয়েছে OnePlus 10 Pro স্মার্টফোন, OnePlus Nord CE 2 Lite স্মার্টফোন, OnePlus Nord 2T স্মার্টফোন, OnePlus 10R স্মার্টফোন এবং OnePlus 10 Ultra স্মার্টফোন। এছাড়াও শোনা যাচ্ছে যে, OnePlus তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন এই বছর তার গ্রাহকদের জন্য আনতে পারে। যেহেতু প্রতিটি বড় স্মার্টফোন কোম্পানি বর্তমানে ফোল্ডেবল ফোন লঞ্চ করছে, তাই সেই ট্রেন্ডে নিজেদের পোর্টফোলিওতেও ফাঁক রাখতে চায়না OnePlus।v

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo