OnePlus Open launch India details: ওয়ানপ্লাস এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বেশ কয়েকদিন ধরেই খবরে রয়েছে। ওয়ানপ্লাস ওপেন ভারতে শীঘ্রই এন্ট্রি নিতে চলেছে। লঞ্চের আগেই OnePlus Open Foldable Phone এর একাধিক লিক এবং ছবি অনলাইনে দেখা গিয়েছে।
এখন ওয়ানপ্লাস কোম্পানি নিজেই আপকামিং ডিভাইসের প্রথম টিজার প্রকাশ করেছে। এই টিজার থেকে অনুমান করা হচ্ছে যে কোম্পানি শীঘ্রই ভারতীয় বাজারে ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে।
আরও পড়ুন: Amazon GIF 2023 Sale: অ্যামাজন সেলে 4250 টাকা সস্তায় কেনা যাবে OnePlus Nord 3 5G
সম্প্রতি কয়েক ঘন্টার আগে ওয়ানপ্লাস তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি টিজার প্রকাশ করেছে।
পোস্টে Oneplus Open Foldable Phone এর ছবি দেখা যাচ্ছে।
শেয়ার করা ছবিতে ফোনটি আধা ভাঁজ করা দেখা যাচ্ছে অর্ধেক ভাঁজ করা দেখা যাচ্ছে। এর পাশাপাশি, ভিডিও থেকে জানা গিয়েছে যে ফোনটি ব্ল্য়াক কালার অপশনে আসতে পারে।
ওয়ানপ্লাস তার গ্লোবাল এবং ইন্ডিয়া দুটি অ্যাকাউন্টে আপকামিং ডিভাইসের ভিডিও এবং পোস্ট শেয়ার করেছে। এখান থেকে অনুমান করা হচ্ছে যে গ্লোবাল মার্কেটের পাশাপাশি ফোল্ডেবল ফোনটি ভারতীয় বাজারেও আনতে পারে।
আসলে, কোম্পানি এখন পর্যন্ত তার প্রথম ফোল্ডেবল ফোন ওয়ানপ্লাস ওপেন এর অফিসিয়ল তারিখের ঘোষনা করেনি। তবে এই ভিডিওর ক্যাপশন অনুযায়ী কোম্পানি শীঘ্রই নতুন ফোন চালু করতে পারে।
ওয়ানপ্লাস ওপেন টিজারে ডিভাইসটি কালো রঙে দেখা গিয়েছে। ডিভাইসের বাম দিকে কোম্পানির আইকনিক Alert Slider ফিচার দেওয়া হয়েছে।
ওয়ানপ্লাস ওপেন ফোনে 7.82-ইঞ্চি OLED স্ক্রিন থাকতে পারে, যার রেজোলিউশন 2440*2268 পিক্সেল হবে।
ওয়ানপ্লাস এর প্রথম ফোল্ডেবল ফোনে অক্টা-কোর কোয়ালকম Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকতে পারে।
স্মার্টফোনে 16GB পর্যন্ত RAM এবং 1TB ইনবিল্ট স্টোরেজ দেওয়া যেতে পারে।
রিপোর্ট অনুযায়ী, Oneplus Open ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই ফোনটি 48 মেগাপিক্সেল মেইন সেন্সর, 48 মেগাপিক্সেল দ্বিতীয় সেন্সর এবং 64 মেগাপিক্সেল টেলিফটো লেন্স হবে। সেলফি তোলার জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল বা 20 মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।
ওয়ানপ্লাস এর এই ফোনে পাওয়ার দিতে 4805mAh ব্যাটারি থাকতে পারে, যা 100W ওয়্যার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: BSNL এর মাত্র 247 টাকার প্রিপেইড প্লানে 50GB ডেটা, Jio-Airtel কে দেদার মার