OnePlus Nord CE4 Lite 5G Sale: প্রথম সেলে 2000 টাকার ছাড়, জানুন কোথায় এবং কীভাবে পাবেন অফার

OnePlus Nord CE4 Lite 5G Sale: প্রথম সেলে 2000 টাকার ছাড়, জানুন কোথায় এবং কীভাবে পাবেন অফার
HIGHLIGHTS

ওয়ানপ্লাস তার সবচেয়ে সস্তা স্মার্টফোন OnePlus Nord CE4 Lite 5G সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে

ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ৫জি এর দাম 19,999 টাকা থেকে শুরু হয়ে

প্রসেসিংয়ের জন্য নর্ড সিই৪ লাইট ৫জি স্মার্টফোন কোয়ালকম Snapdragon 695 6nm 5G প্রসেসর সহ এড্রেনো 619 GPU দেওয়া

OnePlus Nord CE4 Lite 5G Sale: ওয়ানপ্লাস তার সবচেয়ে সস্তা স্মার্টফোন OnePlus Nord CE4 Lite 5G সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে। আজ অর্থাৎ 27 জুন থেকে এই ফোনের প্রথম সেল শুরু হয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট এর দাম 19,999 টাকা থেকে শুরু হয়ে। তবে প্রথম সেলে ফোনটি সস্তায় কেনার সুযোগ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস ফোনে কী কী স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে।

OnePlus Nord CE4 Lite 5G ফোনের ভারতে দাম কত

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি স্মার্টফোনটি দুটি ভ্যারিয়্যান্টে কেনা যাবে। ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা। পাশাপাশি, 8GB RAM এবং 256GB মডেলের দাম 22,999 টাকা রাখা হয়েছে। ওয়ানপ্লাস ফোনটি কোম্পানির ওয়েবসাইট, রিটেল স্টোর এবং শপিং সাইট Amazon থেকে কেনা যাবে।

আরও পড়ুন: Nokia 220 4G এবং Nokia 235 4G লঞ্চ, 3000 টাকার বাজেট ফোনে মিলবে UPI সহ স্মার্টফোনের সুবিধা

গ্রাহকরা ICICI এবং OneCard ব্যাঙ্ক কার্ড থেকে পেমেন্টে করলে 1000 টাকার ছাড় পেতে পারেন। এছাড়া, অ্যামাজন এর প্রাইম মেম্বরদের কুপন হিসেবে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে এই কুপন 128GB মডেলে পাওয়া যাবে যার পরে ফোনের দাম 17,999 টাকা পর্যন্ত হতে পারে।

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইটে 6.67-ইঞ্চির Full HD+ OLED ডিসপ্লে রয়েছে। এটি 2400×1080 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 2100 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিংয়ের জন্য এই স্মার্টফোন কোয়ালকম Snapdragon 695 6nm 5G প্রসেসর সহ এড্রেনো 619 GPU দেওয়া।

OnePlus Nord CE4 Lite 5G
এই স্মার্টফোন কোয়ালকম Snapdragon 695 6nm 5G প্রসেসর রয়েছে

RAM এবং স্টোরেজ: ফোনে 8GB LPDDR4x RAM এবং 128GB/256GB স্টোরেজ দেওয়া।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে রিয়ারে OIS সহ 50MP প্রাইমারি Sony LYT-600 সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর পাওয়া যাবে। ফ্রন্টে সেলফি তোলার জন্য 16MP দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে ওয়ানপ্লাস এর নতুন স্মার্টফোনে 5500mAh ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: Realme C61 Price: লঞ্চের আগে প্রকাশ হল রিয়েলমি সি৬১ ফোনের দাম, 8000 টাকার কম বাজেটে কী থাকবে বিশেষ?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo