OnePlus Nord CE4 5G: 100W ফাস্ট চার্জিং, শক্তিশালী প্রসেসর সহ ভারতে নতুন ওয়ানপ্লাস ফোন লঞ্চ, জানুন দাম কত

OnePlus Nord CE4 5G: 100W ফাস্ট চার্জিং, শক্তিশালী প্রসেসর সহ ভারতে নতুন ওয়ানপ্লাস ফোন লঞ্চ, জানুন দাম কত
HIGHLIGHTS

OnePlus Nord CE4 5G ভারতে লঞ্চ হয়েছে

নতুন স্মার্টফোনটি Snapdragon 7 Gen 3 চিপসেটের সাথে আনা হয়েছে

এছাড়া এতে 100W ফাস্ট চার্জিং এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া

OnePlus Nord CE4 5G ভারতে লঞ্চ হয়েছে। নতুন Nord Series স্মার্টফোন গত বছরের Nord CE3 ফোনের সাক্সেসার। নতুন স্মার্টফোনটি Snapdragon 7 Gen 3 চিপসেটের সাথে আনা হয়েছে। এছাড়া এতে 100W ফাস্ট চার্জিং এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া।

নতুন নর্ড CE4 5G ফোনটি বাজারে মিড-রেঞ্জ সেগামেন্টে Nothing Phone 2a, Redmi Note 13 Pro এবং Realme 12 Pro স্মার্টফোনগুলিকে টেক্কা দেবে। ওয়ানপ্লাস নর্ড সিই 4 প্রাইস, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন কী কী আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Price cut: আবার 3500 টাকার সস্তা হল এই Samsung Phone, রয়েছে 8GB RAM এবং 5000mAh ব্যাটারি

ভারতে OnePlus Nord CE4 5G ফোনের দাম কত

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে। এছাড়া, টপ ভ্যারিয়্যান্ট সহ 8GB RAM এবং 256GB স্টোরেজটি 26,999 টাকা থেকে শুরু হয়। এই স্মার্টফোনটি 12 এপ্রিল থেকে বিক্রি করা হবে।

এছাড়া, ওয়ানপ্লাস কোম্পানি ঘোষনা করেছে যে প্রথম সেলে ডিভাইসটি কেনাকাটায় কোনও অতিরিক্ত খরচ ছাড়াই গ্রাহকরা OnePlus Nord Buds 2r পাবেন।

OnePlus Nord CE4 ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোনে 6.7 ইঞ্চি FullHD + পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া। এতে 2412×1080 পিক্সেল রেজোলিউশন দেওয়া।

এটি AMOLED প্যানেলে তৈরি করা হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে। এটি 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিংয়ের জন্য Qualcomm Snapdragon 7 Gen 3 octacore প্রসেসর দেওয়া। এটি 2.63GHz ক্লক স্পিডে চলে।

OnePlus Nord CE4
প্রসেসিংয়ের জন্য Qualcomm Snapdragon 7 Gen 3 octacore প্রসেসর দেওয়া

RAM এবং স্টোরেজ: নর্ড ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। ফোনে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM পাওয়া যাবে। ডিভাইসে মোট 16GB RAM পাওয়া যাবে। স্টোরেজ হিসেবে ফোনে রয়েছে 128GB এবং 256GB স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য, লেটেস্ট ফোনের পিছনে 50-মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড IMX355 লেন্সের সাথে পেয়ার করা। পাশাপাশি, সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার দিতে ওয়ানপ্লাস নর্ড সিই4 ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া। ফোনটিকে চার্জ করতে এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করা হয়েছে। কোম্পানির দাবি যে ফোনটি মাত্র 29 মিনিটে 100 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে।

আরও পড়ুন: Price Cut: OnePlus Nord CE4 লঞ্চ হওয়ার আগেই OnePlus 12 5G হল সস্তা, জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo