OnePlus Nord CE4 5G: 100W ফাস্ট চার্জিং সহ আজ লঞ্চ হবে নতুন ওয়ানপ্লাস ফোন, জানুন কত হবে দাম
OnePlus CE Series এর আরেকটি নতুন স্মার্টফোন আজ (1st April) ভারতে লঞ্চ হতে চলেছে
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ স্মার্টফোনটি Snapdragon 7 Gen 3 সহ আসবে
আপকামিং ওয়ানপ্লাস ফোনটি দুটি স্টোরেজ অপশনে আসবে। ফোনের দাম 25,000 টাকা থেকে শুরু হতে পারে
OnePlus CE Series এর আরেকটি নতুন স্মার্টফোন আজ (1st April) ভারতে লঞ্চ হতে চলেছে। আপকামিং ফোনটি ভারতে OnePlus Nord CE4 5G নামে আসবে। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ স্মার্টফোনটি Snapdragon 7 Gen 3 সহ আসবে। এটি 30,000 টাকার কম দামে বাজারে বাজারে এন্ট্রি নিতে পারে।
আপকামিং ফোনের ডিজাইন লঞ্চের আগেই প্রকাশ করা হয়েছে। এটি কোম্পানির পুরানো মডেল OnePlus Nord CE3 ফোনের সাক্সেসার হিসেবে আসবে। আসুন জেনে নেওয়া যাক নতুন ওয়ানপ্লাস ফোনটি কখন এবং কটায় লঞ্চ হবে।
আরও পড়ুন: Realme 12x 5G: ভারতের প্রথম ডাইনামিক বোতাম সহ রিয়েলমি ৫জি ফোন এই দিন হবে লঞ্চ
OnePlus Nord CE4 5G লঞ্চ ইভেন্ট কোথায় এবং কখন দেখবেন
Set those reminders and mark those calendars, so that you don't miss the launch of the #OnePlusNordCE4, in #NordAnotherKeynote. pic.twitter.com/HNJxIHz32j
— OnePlus India (@OnePlus_IN) March 30, 2024
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লঞ্চ ইভেন্ট 1 এপ্রিল বিকেল 6.30 শুরু হবে। কোম্পানির YouTube চ্যানেলে লাইভ-স্ট্রিম করা হবে। এছাড়া এটি কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যাবে।
Nord CE 4 5G ফোনের কত হবে দাম
লিক অনুযায়ী, আপকামিং ওয়ানপ্লাস ফোনটি দুটি স্টোরেজ অপশনে আসবে। ফোনের দাম 25,000 টাকা থেকে শুরু হতে পারে।
Nord CE4 ফোনে কী থাকবে স্পেসিফিকেশন
ডিসপ্লে: ওয়ানপ্লাস ফোনে ফুল এচডি+ স্ক্রিন অফার করা হবে। এটি AMOLED প্যানেল তৈরি হবে যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
প্রসেসর: কোম্পানি আগেই নিশ্চিত করে দিয়েছে যে আপকামিং ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট সহ আসবে।
মেমরি এবং স্টোরেজ: নতুন ফোনে 8 জিবি RAM পাওয়া যাবে। এছাড়া এতে আলাদা করে 8 জিবি ভার্চুয়াল RAM দেওয়া হবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য নর্ড সিই 4 5G ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এছাড়া কোম্পানি নিশ্চিত করেছে যে মোবাইলটি 100W ফাস্ট চার্জিং সহ আসবে।
আরও পড়ুন: Poco C61: 5000mAh ব্যাটারি এবং 6GB RAM সহ সস্তা পোকো ফোন লঞ্চ, 7000 টাকার কমে কেনার সুযোগ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile