OnePlus Nord CE4 5G Specs: লঞ্চের আগে ফাঁস ওয়ানপ্লাসের ফিচার, Snapdragon 7 Gen 3 চিপ সহ ভারতে এই দিন আসবে
আপকামিং OnePlus Nord CE 4 5G ফোনটি ভারতে 1 এপ্রিল লঞ্চ করা হবে
ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে নর্ড সিই ৪ ফোনে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে
ওয়ানপ্লাস ফোনটি বাজারে থাকা Nothing Phone 2a, Realme 12 Pro+, Redmi Note 13 Pro+ এর মতো ফোনকে কড়া প্রতিযোগিতা দিতে পারে
OnePlus তার লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোনের লঞ্চ তারিখ নিশ্চিত করেছে। আপকামিং OnePlus Nord CE4 5G ফোনটি ভারতে 1 এপ্রিল লঞ্চ করা হবে। নতুন ফোনটি কোম্পানির Nord CE 3 এর সাক্সেসার হিসেবে বাজারে আনা হবে। ওয়ানপ্লাস ফোনটি বাজারে থাকা Nothing Phone 2a, Realme 12 Pro+, Redmi Note 13 Pro+ এর মতো ফোনকে কড়া প্রতিযোগিতা দিতে পারে।
অফিসিয়াল লঞ্চের আগেও, ওয়ানপ্লাস কোম্পানি ইতিমধ্যেই ডিভাইসের ডিসপ্লে, প্রসেসর, চার্জিং স্পিড এবং আরও অনেক ফিচার প্রকাশ করেছে। নতুন রিপোর্টে, ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে নর্ড সিই ৪ ফোনে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।
আরও পড়ুন: Upcoming Smartphone: শীঘ্রই লঞ্চ হবে নতুন Samsung স্মার্টফোন! জানুন কী থাকবে বিশেষ
কবে লঞ্চ হবে নতুন OnePlus ফোন
High runtime. Low downtime.#OnePlusNordCE4 pic.twitter.com/kacfEgAchb
— OnePlus India (@OnePlus_IN) March 18, 2024
কোম্পানি এই ফোনটি ভারতে 1 এপ্রিল লঞ্চ করবে। এই ফোনটি সন্ধ্যা 6:30 টায় লঞ্চ করবে।
ফোনের লঞ্চটি ওয়ানপ্লাস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করা হবে বলে আশা করা হচ্ছে।
Oneplus Nord CE4 5G Specification
ওয়ানপ্লাস নতুন ডিভাইস লঞ্চ করার আগেই তার সাইটে একাধিক ফিচার লিস্ট করে দিয়েছে। এই ফোনটি দুটি কালার অপশনে আসবে- ডার্ক ক্রোম এবং সেল্যাডন মার্বেল।
এই ফোনে 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ থাকবে। এছাড়া এতে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM সহ স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
প্রসেসর সম্পর্কে কথা বললে, আপকামিং নর্ড স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট থাকবে। এই চিপসেট OnePlus Nord CE 3 ফোনে পাওয়া Snapdragon 782 এর আপগ্রেড ভার্সন।
আরও পড়ুন: Price cut: সবচেয়ে সস্তায় বিক্রি হচ্ছে Samsung ফ্ল্যাগশিপ স্মার্টফোন! হাতছাড়া করবেন না এই সুযোগ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile