OnePlus -এর তরফে একগুচ্ছ নতুন ফোন নিয়ে আসতে চলেছে। আগামী 5 জুলাই লঞ্চ করবে OnePlus Nord CE 3, OnePlus Nord 3, OnePlus Nord Buds 2r। এক সঙ্গে এই তিনটি প্রোডাক্ট নিয়ে আসবে এই কোম্পানি।
লঞ্চের আগেই এই কোম্পানির তরফে এই ফোনের টিজার ইমেজ পোস্ট করা হল তাদের ওয়েবসাইটে। এখানেই দেখা গেল এই ফোনের রং কেমন হবে, থাকবে কোন প্রসেসর। ডিসপ্লে কেমন হবে, ইত্যাদি।
OnePlus -এর তরফে নিশ্চিত করা হয়েছে Qualcomm Snapdragon 782G প্রসেসরের সাহায্যে চলবে তাদের আগামী ফোন OnePlus Nord CE 3। এটি প্রসেসর হল গত বছরের Snapdragon 778G+ -এর আপগ্রেডেড ভার্সন। এখানে একটি octa core প্রসেসর আছে।
এখানে কানেকটিভিটির জন্য গ্রাহকরা পেয়ে যাবেন Snapdragon X53 5G মডেম। সঙ্গে থাকবে wifi, ব্লুটুথ, ইত্যাদি। Adreno 642L GPU থাকবে এই ফোনে যা এটির পারফরমেন্সকে 10 গুণ বাড়াতে সাহায্য করবে। এই ফোনে 6nm চিপসেট থাকার ফলে গ্রাহকরা এখানে অনেক উন্নত মানের পরিষেবা পাবেন।
গ্রাহকরা এই ফোনটি Aqua সার্জ রঙে কিনতে পারবেন। তবে এই রং ছাড়াও ফোনটি অন্যান্য একাধিক রঙে উপলব্ধ হতে পারে। সেক্ষেত্রে এটি গ্রে রঙে কেনা যাবে বলেই অনুমান করা হচ্ছে।
OnePlus Nord CE 3 ফোনটিকে অনেকটা OnePlus Nord 3 -এর মতো দেখতে হবে। দুটোর ডিজাইনে মিল থাকবে। সঙ্গে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে এই ফোনে। OnePlus Nord CE 3 ফোনে 6.7 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকবে যেখানে 120 HZ রিফ্রেশ রেট থাকবে।
এই ফোনে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পাওয়া যাবে এই ফোনে। সঙ্গে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর আছে এই ফোনে।
ফ্রন্ট ক্যামেরায় থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। এটি সেলফি তোলার জন্য একেবারেই আদর্শ।
আরও পড়ুন: Asus ZenFone 10 Launched: বিপুল স্টোরেজ আর Snapdragon প্রসেসর নিয়ে এল আসুসের নতুন ফোন, দাম কত?
গ্রাহকরা এই ফোনে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13 সহ 12 GB RAM। 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন এখানে।
অন্যদিকে এই ফোনটির সঙ্গে একই দিনে লঞ্চ হবে OnePlus Nord 3। এই ফোনে 120 HZ AMOLED ডিসপ্লে রয়েছে। সঙ্গে MediaTek Dimensity 9000 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন।