OnePlus কোম্পানির তরফে আরও একটি নতুন ফোন নিয়ে আসা হল দেশে। এই সদ্য লঞ্চ হওয়া ফোনটির নাম OnePlus Nord CE 3 Lite। এখানে গ্রাহকরা আগের মডেলের তুলনায় পাবেন অত্যাধুনিক ডিজাইন সহ দারুন সব ফিচার আপডেট। Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন। থাকবে অ্যান্ড্রয়েড 13 -এর সাপোর্ট। প্রাইমারি ক্যামেরায় পাবেন 108 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে মিলবে আরও দুটো ক্যামেরা।
ভারতে দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে OnePlus Nord CE 3 Lite। এই ফোনের বেস মডেলে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম 19,999 টাকা। অন্যদিকে টপ মডেলে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম 21,999 টাকা। গ্রাহকরা এই ফোনটি দুটি রঙে কিনতে পারবেন। এর মধ্যে আছে প্যাস্টেল লাইম এবং ক্রোম্যাটিক।
1. Qualcomm Snapdragon 695 5G প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এখানে আছে 5G পরিষেবার সাপোর্ট। এই প্রসেসরের সঙ্গে যুক্ত আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
2. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন।
3. 67W সুপার VOOC চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। 80W ফাস্ট চার্জার আছে এই ফোনে।
4. ডিসপ্লের দিকে এই ফোনে আছে 120 HZ রিফ্রেশ রেট সহ 6.72 ইঞ্চির একটি LCD ডিসপ্লে। সুরক্ষার জন্য গ্রাহকরা এখানে পাবেন Asahi Dragontail Star গ্লাস। এখানে কর্নিং গোরিলা গ্লাস থাকবে না।
5. গ্রাহকরা চাইলে এই ফোনের রিফ্রেশ রেট 60 থেকে 120 Hz রিফ্রেশ রেট -এর মধ্যে বেছে নিতে পারবেন।
6. এই ফোনের পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে।
7. ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। এখানে প্রাইমারি ক্যামেরায় মিলবে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর মিলবে। সেলফি জন্য এই ফোনে আছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।