108 MP ক্যামেরা নিয়ে দেশে এল OnePlus Nord CE 3 Lite, বিকল্প হিসেবে বাছতে পারেন এই 6 ফোন

108 MP ক্যামেরা নিয়ে দেশে এল OnePlus Nord CE 3 Lite, বিকল্প হিসেবে বাছতে পারেন এই 6 ফোন
HIGHLIGHTS

OnePlus Nord CE 3 Lite লঞ্চ হল ভারতে

এই ফোনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা

এই ফোনের সঙ্গে প্রতিযোগিতা হবে Poco X5 Pro, Realme 10 Pro, ইত্যাদির

OnePlus Nord CE 3 Lite ফোনটি লঞ্চ করে গিয়েছে দেশে। এই স্মার্টফোনে আছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। এই ফোনটির পূর্বসূরি Nord CE 2 Lite -এ আছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর। সেখানে এই সদ্য লঞ্চ হওয়া ফোনটি ক্যামেরার নিরিখে তার পূর্বসূরির তুলনায় যে অনেকটা এগিয়ে আছে সেটা বলা যায়। যদিও বাকি দুটি ক্যামেরায় এই ফোনে আছে 2 মেগাপিক্সেলের সেন্সর। 

এই ফোনের সাহায্যে দিনের আলোয় বেশ ভালো ছবি তোলা যায়, তবে ছবি প্রসেস হওয়া আসার পর সেটা খুব বেশি যে আশা পূরণ করছে এমনটা নয়। তবে এই ফোনের 3X জুম ফিচারটা ভীষণই ভাল। এখানে EIS সাপোর্ট আছে OIS এর বদলে। আপনি যদি এই ফোনে ছবি তুলে সন্তুষ্ট না হন 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যুক্ত আরও একাধিক ফোন পাবেন যার সাহায্যে আপনি ফাটাফাটি ছবি তুলতে পারবেন। এই ফোনটির দাম 19,999 টাকা। এই রেঞ্জের মধ্যে একই মেগাপিক্সেলের আর কোন কোন ফোন পাবেন যা এটাকে টক্কর দিতে পারবে দেখুন। এই বিষয়ে উল্লেখযোগ্য Samsung হল বর্তমানে একমাত্র 108 মেগাপিক্সেলের সেন্সর নির্মাতা। 

ভারতে উপলব্ধ যে যে ফোনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে

Poco X5 Pro

এই ফোনটি গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ করেছে। এখানে আছে Qualcomm Snapdragon 778G প্রসেসর সহ 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এখানে 120 HZ রিফ্রেশ রেট পাবেন। 67W ফাস্ট চার্জিং এর সুবিধা মিলবে এই ফোনে। এছাড়া প্রাইমারি ক্যামেরায় আছে 108 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনের 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম হল 22,999 টাকা। এই ফোনে তোলা ছবিতে সামান্য বেশি কালার স্যাচুরেশন দেখা গেলেও খুব ডিটেল ছবি তোলা যায় এই ফোনের সাহায্যে। এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার ক্যামেরা আছে যা OnePlus Nord CE 3 Lite ফোনটিতে নেই। 

Realme 10 Pro

গত বছরের ডিসেম্বরে এই ফোনটি Realme 10 Pro+ -এর সঙ্গে লঞ্চ করেছিল। এখানে আছে 6.72 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে যেখানে আছে 120 Hz রিফ্রেশ রেট। 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। সঙ্গে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা পাবেন। Pro মডেলে আছে LCD ডিসপ্লে এবং Pro+ এ আছে সুপার AMOLED ডিসপ্লে। Realme 10 Pro 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 18,999 টাকা। অন্যদিকে 19,999 টাকায় কেনা যাবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল। Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলে এটি। কম আলোতে এই ফোনে অত ভালো ওঠে না, একই সঙ্গে এখানে আল্ট্রা ওয়াইড বা ম্যাক্রো শুটার নেই। স্রেফ 2 মেগাপিক্সেলের একটি পোট্রেট ক্যামেরা আছে। 

Moto G72

এই ফোনটি 2022 এর অক্টোবরে ভারতে লঞ্চ করেছিল এখানে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর। MediaTek Helio G99 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। অ্যান্ড্রয়েড 12 -এর সাপোর্ট আছে এতে। 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে মিলবে এখানে। এটির 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 18,999 টাকা। এই ফোনের সাহায্যে ভাল ছবি তোলা সম্ভব। কম আলোতেও ভাল ছবি তোলা যায় এখানে। যদিও আল্ট্রা ওয়াইড ক্যামেরা আরও ভাল হতে পারত। 

Infinix Note 12 Pro 5G 

এই ফোনটিও গতবছর লঞ্চ করেছিল জুলাই মাসে। Infinix Note 12 Pro 5G -এর 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 17,999 টাকা। এর 4G মডেলের দাম শুরু হচ্ছে 16,999 টাকা থেকে। 5G ফোনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনে তোলা ছবির স্যাচুরেশন একটু বেশি থাকে, কিন্তু ডিটেল এবং ডায়নামিক ছবি তোলা সম্ভব এর সাহায্যে। 

6 Alternatives of Oneplus Nord CE 3 Lite

Samsung Galaxy M53

এই ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনটি গতবছরের এপ্রিল মাসে ভারতে লঞ্চ করেছিল। ইতিমধ্যেই এটার উত্তরসূরি Galaxy M54 মিডিল ইস্টে লঞ্চ করে গিয়েছে। শীঘ্রই ভারতে আসছে সেই ফোন 108 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে। Amazon -এ Samsung Galaxy M53 ফোনটি 26,499 টাকার বিনিময়ে কেনা যায়, এই টাকায় এটির 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে পারবেন। এখানে কোয়াড ক্যামেরা আছে যেখানে বাকি তিনটি ক্যামেরায় আছে 8 এবং দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনে আছে 6.7 ইঞ্চির একটি Full HD+ সুপার AMOLED ডিসপ্লে। 120 Hz রিফ্রেশ রেট আছে এই ফোনের ডিসপ্লেতে। MediaTek Dimensity 900 প্রসেসরের সাহায্যে চলে এটি। দিনের আলোয় এই ফোনে মোটের উপর ভাল ছবি তোলা যায়। 

Xiaomi 11i, Xiaomi 11i Hypercharge

গতবছরের জানুয়ারি মাসে এই ফোনটি লঞ্চ করেছিল Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে। এখানে MediaTek Dimensity 920 প্রসেসর আছে। অ্যান্ড্রয়েড 11 এর সাহায্যে চলে এটি। 108 মেগাপিক্সেলের ক্যামেরা সহ 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। এই ফোনটি যখন লঞ্চ করেছিল তখন এটিই ভারতের প্রথম ফোন ছিল যা সব থেকে দ্রুত চার্জ হতে পারত 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ। একটু ওভার প্রসেসিংয়ের সমস্যা থাকলেও এই ফোনের সাহায্যে বেশ ভালই ছবি তোলা যায়। Xiaomi 11i Hypercharge ফোনে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো ক্যামেরা আছে। Xiaomi 11i ফোনটির দাম দেশে শুরু হচ্ছে 24,999 টাকা থেকে। আর Xiaomi 11i Hypercharge ফোনটির দাম শুরু হচ্ছে 26,999 টাকা থেকে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo