108MP ক্যামেরা সহ Oneplus এর সবচেয়ে সস্তা 5G ফোন লঞ্চ, বাজেট প্রাইসে মিলবে প্রিমিয়াম ফিচার
Oneplus Nord CE 3 Lite এবং Nord Buds 2 দুটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে ওয়ানপ্লাস
OnePlus Nord CE 3 Lite স্মার্টফোন দুটি ভ্যারিয়্যান্ট মডেলে আনা হয়েছে
এই ফোনের বিশেষত্ব হল যে এতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে আরও দুটি ক্যামেরা
Oneplus সংস্থা ভারতে তাদের দুটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। এই প্রোডাক্টের মধ্যে রয়েছে Oneplus Nord CE 3 Lite এবং Nord Buds 2। লেটেস্ট দুটি প্রোডাক্টই ফোন এবং ওয়্যারলেস ইয়ারবাড আগের চেয়ে অনেক আপগ্রেড করা। এই খবরে আমরা লেটেস্ট স্মার্টফোন OnePlus Nord CE 3 Lite 5G ফোন সম্পর্কে বলবো। ,কোম্পানি এই ফোনটি খুবই সস্তা দামে বাজারে নিয়ে হাজির হয়েছে, যা 108MP ক্যামেরা সেটআপ সহ আসে।
OnePlus Nord CE 3 Lite ফোনটি স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী ফিচার ও স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের বিশেষত্ব হল যে এতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে আরও দুটি ক্যামেরা। ফটোগ্রাফির জন্য় মোট তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে।
In case you were wondering what a 108 MP camera on the #OnePlusNordCE3Lite can really do, here’s your answer. 3X lossless zoom. pic.twitter.com/GTlen82jqb
— OnePlus India (@OnePlus_IN) April 4, 2023
OnePlus Nord CE 3 Lite ফোনের ভারতে কত দাম এবং কী অফার মিলছে
OnePlus Nord CE 3 Lite স্মার্টফোন দুটি ভ্যারিয়্যান্ট মডেলে আনা হয়েছে। ফোনের 8GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ অপশনের দাম 19,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, 8GB LPDDR4x RAM Plus এবং 256GB স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা রাখা হয়েছে। নর্ড সিই 3 লাইট ফোনটি দুটি কালার অপশনে আনা হয়েছে – পেস্টেল লাইম এবং ক্রোম্যাটিক।
It's new, it's #LargerThanLife and it's available from 11 April, starting at ₹19,999. It's the #OnePlusNordCE3Lite 5G,
Know more: https://t.co/1VbeMuVplw pic.twitter.com/SVUOjHzzxq— OnePlus India (@OnePlus_IN) April 5, 2023
OnePlus Nord CE 3 Lite 5G ফোনের সেরা 5 ফিচার কী কী দেখে নিন
1. Nord CE 3 Lite 5G ফোনে 6.72 ইঞ্চি LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz সাপোর্ট করে। এছাড়া ফোনে গরিল্লা গ্লাসের সাপোর্ট রয়েছে।
2. OnePlus Nord CE 3 Lite ফোনটি 5G সাপোর্ট সহ আনা হয়েছে। ফোনটি Qualcomm Snapdragon 695 5G চিপসেটে কাজ করবে।
3. ফোনে 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও, ফোনে অতিরিক্ত 8GB ভার্চুয়াল RAM এর সাপোর্ট দেওয়া হয়েছে।
4. ফটোগ্রাফির জন্য় ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের দেওয়া। এছাড়া থাকছে 2MP ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
4. এটি OxygenOS 13.1 এ চলবে,যা অ্যান্ড্রয়েড 13 এর আউট অফ দ্যা বক্সের উপর ভিত্তি করা।
5. ফোনে 67W SUPERVOOC চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে। বক্সের সাথে একটি 80W ফাস্ট চার্জার দেওয়া থাকবে। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট দেওয়া হয়েছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile