OnePlus Nord CE 3 Alternatives: 30,000-এর মধ্যেই OnePlus-এর ফোনের বিকল্প চান? বেছে নিন IQOO, Realme সহ এই ফোনগুলোর একটি

Updated on 10-Jul-2023
HIGHLIGHTS

OnePlus -এর তরফে সদ্যই বাজারে লঞ্চ করা হয়েছে OnePlus Nord CE 3

এটি একটি মিড রেঞ্জের ফোন

বাজারে এই ফোনের বিকল্প হিসেবে বাছতে পারেন IQOO, Realme সহ এই ফোনগুলো

OnePlus -এর তরফে দেশের বাজারে সদ্যই লঞ্চ করা হয়েছে দুটো ফোন। এর মধ্যে অন্যতম হল OnePlus Nord CE 3। এটি একটি মিড রেঞ্জের ফোন। 

OnePlus Nord CE 3 ফোনটির দাম ভারতের বাজারে শুরু হচ্ছে 26,999 টাকা থেকে। এই দামে গ্রাহকরা ফোনটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে পারবেন। অন্যদিকে এই ফোনের টপ এন্ড মডেলের দাম হল 28,999 টাকা। এখানে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। 

এছাড়া OnePlus -এর এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 782G প্রসেসর সহ একটি 120 Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে আছে। 80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ একটি দুর্দান্ত ব্যাটারিও পেয়ে যাবেন এই ফোনে। 

তবে বাজারে কিন্তু OnePlus Nord CE 3 -এর একাধিক বিকল্প আছে। আগস্টে এই ফোনের বিক্রি শুরুর আগে দেখে নিন কোন কোন ফোন এটিকে টেক্কা দিতে পারে। 

OnePlus Nord CE 3 এর বিকল্প

Motorola Edge 40

এই ফোনে আছে 6.55 ইঞ্চির একটি Full HD POLED ডিসপ্লে যেখানে 144 HZ রিফ্রেশ রেট পাওয়া যাবে। এই ফোনটি MediaTek Dimensity 8020 প্রসেসরের সাহায্যে চলে, সঙ্গে আছে Mali G77 MC9 GPU। এখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন।

অ্যান্ড্রয়েড 13 রয়েছে এখানে। 50+13 মেগাপিক্সেলের দুটো রিয়ার ক্যামেরা আছে Motorola -এর এই ফোনে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য পাবেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।

68W ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা সহ 4400 mAh ব্যাটারি আছে এই ফোনে। এই ফোনের 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে খরচ হবে 29,999 টাকা। 

এই ফোনের ভালো দিক হল এটির দুর্দান্ত ডিজাইন এবং ডিসপ্লে। IP68 রেটিং আছে এই ফোনে। তবে মাঝে মধ্যেই বেশ গরম হয়ে যায় এই ফোন। আর এটির ব্যাটারি অত ভাল নয়। 

আরও পড়ুন: Amazon prime days sale: অ্যামাজনের সেলেই শুরু 5 নতুন ফোনের বিক্রি, OnePlus Nord 3 সহ এই ডিভাইসগুলিতে পাবেন আকর্ষণীয় অফার

Poco F5

Poco -এর এই ফোনটির দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে। এই দামে এটির 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে। অন্যদিকে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে খরচ হবে 33,999 টাকা।

এই ফোনে আছে 6.6 ইঞ্চির একটি বড় Full HD+ AMOLED ডিসপ্লে। এখানে 120 Hz রিফ্রেশ রেট পাবেন। Qualcomm Snapdragon 7+ Gen 2 প্রসেসর সহ Adreno GPU আছে Poco F5 -এ।

67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে, যেখানে পাওয়া যাবে 64+8+2 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। 

এই ফোনে দুর্দান্ত পারফরমেন্স সহ দুর্দান্ত একটি ডিসপ্লে পাবেন। ব্যাটারি লাইফও বেশ ভাল। তবে এখানে কোনও মাইক্রো এসডি কার্ডের স্লট নেই। 

Realme 11 Pro+

120 Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে।  200 মেগাপিক্সেলের একটি ফাটাফাটি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনে। সঙ্গে আছে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর।

12 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ রয়েছে Realme -এর এই ফোনে। MediaTek Dimensity 7050 প্রসেসরের সঙ্গে Mali G68 GPU রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি। 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি তো থাকছেই। 

এই ফোনের আল্ট্রা ওয়াইড ক্যামেরা অত ভাল নয়, তবে এটির ডিজাইন এবং প্রাইমারি ক্যামেরা আপনার নজর কাড়বে। 

আরও পড়ুন: Nothing Phone Offline Purchase: কেবল অনলাইনে নয়, নাথিং ফোন এবার কেনা যাবে অফলাইনেও! কোথা থেকে? দেখুন সমস্ত খুঁটিনাটি

IQOO Neo 7

IQOO -এর এই ফোনে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে। MediaTek Dimensity 8200 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে।

অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে পরিচালিত হয় এটি। 64+2+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।

এই ফোনের দাম শুরু হচ্ছে 29,999 টাকা দিয়ে। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল এই দামে কেনা যাবে। অন্যদিকে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম পড়বে 33,999 টাকা। 

এই ফোনের প্লাস পয়েন্ট হল এর ব্রাইট ডিসপ্লে এবং দারুন পারফরমেন্স। তবে এখানে কোনও আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই। 

Nothing Phone 1

Nothing -এর এই ফোনে ফাটাফাটি এবং একটি হাটকে ডিজাইন পাবেন। এখানে আছে 6.55 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। Qualcomm Snapdragon 778G+ প্রসেসরের সাহায্যে চলে এই ফোন।

12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন এখানে। দুটো 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।

33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। এই ফোনের 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে খরচ হবে 29,499 টাকা। অন্যদিকে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম হল 30,499 টাকা। 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে খরচ হবে 42,999 টাকা। 

এই ফোনের ভাল দিক হল এর ডিজাইন, দুর্দান্ত প্রাইমারি ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। তবে এখানে কোনও চার্জার দেওয়া হয় না ফোনের বক্সে। ফেসিয়াল রেকোগনিশন অত ভাল না।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :