digit zero1 awards

OnePlus আজ লঞ্চ করবে দুটি নতুন স্মার্টফোন, Nord CE 2 Lite হবে সবচেয়ে সস্তা ফোন

OnePlus আজ লঞ্চ করবে দুটি নতুন স্মার্টফোন, Nord CE 2 Lite হবে সবচেয়ে সস্তা ফোন
HIGHLIGHTS

OnePlus Nord CE 2 Lite এবং OnePlus 10R-এর বিক্রি Amazon, Flipkart এবং OnePlus-এর অফিসিয়াল সাইটে শুরু হবে

OnePlus 10R 5G এবং OnePlus Nord CE 2 Lite 5G বর্তমানে দুটি ভ্যারিয়্যান্টে আসবে

এই দুটি ফোনই খুব কম টাকায় দুর্দান্ত ফিচার সহ বাজারে আসতে চলেছে

OnePlus আজ দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। লঞ্চ ইভেন্ট ভারতে সন্ধ্যা 7 টায় শুরু হবে। OnePlus Nord CE 2 Lite এবং OnePlus 10R লঞ্চের আগে থেকেই গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে। এর প্রধান কারণ হল এই দুটি ফোনই খুব কম টাকায় দুর্দান্ত ফিচার সহ বাজারে আসতে চলেছে। কোম্পানি দুটি ফোনের সাথে OnePlus Nord Budsও লঞ্চ করবে।

OnePlus Nord CE 2 Lite এবং OnePlus 10R-এর বিক্রি Amazon, Flipkart এবং OnePlus-এর অফিসিয়াল সাইটে শুরু হবে। লঞ্চ ইভেন্টটি YouTube-এ দেখা যাবে।

OnePlus 10R 5G এবং OnePlus Nord CE 2 Lite 5G ফোন কী কী ফিচার সহ লঞ্চ হবে?

OnePlus 10R 5G এবং OnePlus Nord CE 2 Lite 5G বর্তমানে দুটি ভ্যারিয়্যান্টে আসবে। OnePlus 10R 5G ফোনে MediaTek Dimensity 8100-Max SoC দেওয়া হবে। পাশাপাশি OnePlus Nord CE 2 Lite-এ 64 মেগাপিক্সেল AI ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এবং এতে 5,000 mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানি ফাস্ট চার্জ করার জন্য বক্সে একটি 33W চার্জারও দেবে।

OnePlus 10R 5G ফোন ব্ল্যাক এবং গ্রিন কালারে লঞ্চ হবে। এছাড়া, কোম্পানি OnePlus Nord CE 2 Lite 5G-এর জন্য দুটি রঙের বিকল্পও আনবে। Nord CE 2 Lite ফোন ব্লু এবং ব্ল্যাক শেড অপশনে পাওয়া যাবে। OnePlus Nord Buds ব্ল্যাক এবং হোয়াইট রঙের বিকল্পের সাথে লঞ্চ হবে।

OnePlus 10R 5G এবং OnePlus Nord CE 2 Lite 5G ফোনের কত হবে দাম?

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, OnePlus 10R 5G ফোনের 8GB RAM + 128GB ভ্যারিয়্যান্টের দাম হতে পারে 38,999 টাকার কাছাকাছি। যেখানে 12GB RAM + 256GB ভ্যারিয়্যান্টের দাম হবে 44,999 টাকা। OnePlus 10R এর বেস মডেলের সাথে 80W চার্জিং সাপোর্ট পাওয়া যাবে যেখানে টপ ভ্যারিয়্যান্টের সাথে 150W চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

কোম্পানি OnePlus Nord CE 2 Lite 5G-এর দাম ভারতীয় বাজারে অন্যান্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে রেখেছে। 6GB RAM + 128GB ভ্যারিয়্যান্টের দাম 17,999 হতে পারে। এছাড়া, 8GB RAM + 128GB-এর দাম হবে 19,999 টাকা। Oneplus Nord Buds-এর দাম হতে পারে 2,999 টাকা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo