Price cut alert! Oneplus এর কম দামি 5G ফোন হয়ে গেল আরও সস্তা, করতে হবে এখন মাত্র এই টাকা খরচ

Price cut alert! Oneplus এর কম দামি 5G ফোন হয়ে গেল আরও সস্তা, করতে হবে এখন মাত্র এই টাকা খরচ
HIGHLIGHTS

OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে

Oneplus Nord CE 2 Lite 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ মডেলে কেনা যাবে- 6GB RAM এবং 8GB RAM

ফোনে প্রসেসর হিসেবে অক্টাকোর স্ন্যাপড্রাগন 695 চিপসেট দেওয়া হয়েছে

OnePlus Nord CE 2 Lite 5G Price cut in India: OnePlus এর সস্তা স্মার্টফোন এখন আরও সস্তায় পাওয়া যাচ্ছে। ফোনটি 20 হাজার টাকার কম দামে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। ফোনটি এই বছরের এপ্রিল মাসে লঞ্চ হয়েছে।

এখন OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে। এই ফোনের দাম 2000 টাকা কমানো হয়েছে। নর্ড সিই 2 লাইট ফোনটি দুটি স্টোরেজ অপশনে পাওয়া যায়। আসুন জেনে নিই ফোনে কী কী অফার পাওয়া যাবে…

OnePlus Nord CE 2 Lite দাম এবং অফার

Oneplus Nord CE 2 Lite 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ মডেলে কেনা যাবে- 6GB RAM এবং 8GB RAM। ফোনের বেস মডেল 6GB RAM সহ 128GB স্টোরেজের আসর দাম 19,999 টাকা ছিল, তবে এখন 2000 টাকার ছাড়ের পর এই ফোনটি মাত্র 17,999 টাকা বিক্রি করা হচ্ছে। এথান খেতে কিনুন

Nord CE 2 Lite ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ মডেলটি 21,999 টাকার বদলে 19,999 টাকায় বিক্রি করা হচ্ছে। ফোনটি দুটি কালার Blue Tide এবং Black Dusk  অপশনে কেনা যেতে পারে। ফোনের এই দাম কোম্পানির অফিসিয়াল সাইট থেকে কমানো হয়েছে।

আরও পড়ুন: Infinix Note 30 5G Alternatives: ইনফিনিক্সের এই ফোনের বিকল্প হিসেবে আছে Vivo, Oppo সহ একগুচ্ছ ডিভাইস, দাম 15,000-এর মধ্যে

OnePlus Nord CE 2 Lite 5G ফোনে কী রয়েছে ফিচার এবং স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ফোনে রয়েছে 6.5-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz সাপোর্ট করে।

ফোনে প্রসেসর হিসেবে অক্টাকোর স্ন্যাপড্রাগন 695 চিপসেট দেওয়া হয়েছে।

ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Oneplus-NordCE2-lite price cut

OnePlus Nord CE 2 Lite 5G ফোনটি Android 12 ভিত্তিক অক্সিজেন OS 12.1 সাপোর্ট সহ আসে।

ওয়ানপ্লাস ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 64MP দেওয়া। এছাড়া 2MP ডেপথ ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও সেলফির জন্য 16MP ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনে 5000mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিংয়ের সাথে আসে।

আরও পড়ুন: IQOO Neo 7 Pro India Launch: জুলাইয়ে ভারতে আসছে IQOO-এর ফোন, Snapdragon প্রসেসর, ফাস্ট চার্জিং সহ থাকবে কোন ফিচার?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo