digit zero1 awards

OnePlus এর ধামাকা অফার! 8 হাজার টাকারও কমে 5G ফোন হতে পারে আপনার, রয়েছে প্রচুর ছাড়

OnePlus এর ধামাকা অফার! 8 হাজার টাকারও কমে 5G ফোন হতে পারে আপনার, রয়েছে প্রচুর ছাড়
HIGHLIGHTS

OnePlus Nord CE 2 Lite 5G কিনতে পারবেন 8 টাকা কম দামে

CICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 2 হাজার টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন

পুরানো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নেন, তবে এই ফোনের দাম পড়বে আপনার মাত্র 7,999 টাকা

Oneplus কোম্পানির শক্তিশালী স্মার্টফোন OnePlus Nord CE 2 Lite 5G সস্তা দামে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। কোম্পানির কমিউনিটি সেলে, আপনি OnePlus Nord CE 2 Lite 5G কিনতে পারবেন 8 টাকা কম দামে। Amazon India-তে ওয়েবসাইটে ফোনের 6GB RAM + 128GB RAM ভ্যারিয়্যান্টের দাম 19,999 টাকায় লিস্ট করা হয়েছে।

আপনি যদি ফোন কেনার সময় ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে আপনি 2 হাজার টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এই ছাড়ের সাথে ফোনের দাম হবে 17,999 টাকা। এছাড়া আপনি যদি পুরানো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নেন, তবে এই ফোনের দাম পড়বে আপনার মাত্র 7,999 টাকা।

ONEPLUS NORD CE 2 LITE 5G এর স্পেসিফিকেশন

Oneplus Nord CE 2 Lite 5g ফোনে রয়েছে Android 12 ভিত্তিক OxygenOS 12.1। এটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.59-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস ভিকটাস। ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 619 GPU সহ Snapdragon 695 প্রসেসর, 8 GB পর্যন্ত LPDDR4X RAM সহ 128GB স্টোরেজ রয়েছে।

Oneplus Nord

OnePlus Nord CE 2 Lite 5G-তে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রাইমারি লেন্সটি 64 মেগাপিক্সেল, যার একটি অ্যাপারচার f/1.7 রয়েছে। দ্বিতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং তৃতীয় লেন্সটিও 2 মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

OnePlus Nord CE 2 Lite 5G ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ v5.2, GPS/ A-GPS, NFC এবং USB Type-C পোর্ট সহ 3.5mm হেডফোন জ্যাক রয়েছে৷ ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে। 30 মিনিটে 50 শতাংশ ব্যাটারি চার্জ হয়ে যাবে বলে দাবি করা হচ্ছে। ফোনের ওজন 195 গ্রাম।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo