মাত্র 1299 টাকায় কেনা যাবে Oneplus 5G ফোন! রয়েছে দুর্ধর্ষ ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি

Updated on 03-Apr-2023
HIGHLIGHTS

এক বছর পুরানো ফোন Nord CE 2 Lite 5G ফোনের দাম কমিয়ে দিয়েছে

Amazon এই স্মার্টফোনে 17,700 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার করছে

OnePlus Nord CE 2 Lite 5G-তে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রাইমারি লেন্সটি 64 মেগাপিক্সেল রয়েছে

Oneplus Nord CE 2 Lite 5G Price Discount: ওয়ানপ্লাস কোম্পানি তার নতুন আপকামিং স্মার্টফোন OnePlus Nord CE 3 Lite 5G বাজারে লঞ্চ করতে চলেছে। এই ফোন বাজারে OnePlus Nord CE 2 Lite 5G ফোনের সাক্সেসার হিসাবে আনা হবে। তবে OnePlus Nord CE 3 Lite 5G ফোনের লঞ্চের আগেই কোম্পানির এক বছর পুরানো ফোন Nord CE 2 Lite 5G ফোনের দাম কমিয়ে দিয়েছে। তার এই পুরানো মডেল অর্থাৎ নর্ড সিই 2 লাইট ফোনে বাম্পার অফার দেওয়া হচ্ছে।

Oneplus Nord CE 2 Lite 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট

নর্ড সিই 2 লাইট ফোনটি কোম্পানির তরফে গত পছর 2022 এপ্রিল মাসে লঞ্চ করেছিল। বর্তমানে, ই-কমার্স ওয়েবসাইট Amazon-এ Nord CE 2 Lite ফোনে বেস মডেল 6GB RAM এবং 128GB স্টোরেজ ফোনটি 18,999 টাকায় লিস্ট করা হয়েছে। এক্সচেঞ্জ অফারের সুবিধা নিয়ে গ্রাহকরা খুব কম দামে এই ফোনটি কিনতে পারবেন। আসলে, Amazon এই স্মার্টফোনে 17,700 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার করছে। এখান থেকে কিনুন

এই সুবিধার আওতায় গ্রাহকরা এই ফোনটি মাত্র 1299 টাকায় (18,999- 17,700) আপনার হতে পারে। তবে, বলে দি যে এক্সচেঞ্জ অফারের সুবিধা আপনার পুরানো ফোনের অবস্থার উপর নির্ভর করবে।

OnePlus Nord CE 2 Lite 5G এর স্পেসিফিকেশন

OnePlus Nord CE 2 Lite 5G ফোনে রয়েছে Android 12 ভিত্তিক OxygenOS 12.1। এটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.59-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস ভিকটাস। ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 619 GPU সহ Snapdragon 695 প্রসেসর, 8GB পর্যন্ত LPDDR4X RAM সহ 128GB স্টোরেজ রয়েছে।

OnePlus Nord CE 2 Lite 5G-তে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রাইমারি লেন্সটি 64 মেগাপিক্সেল, যার একটি অ্যাপারচার f/1.7 রয়েছে। দ্বিতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং তৃতীয় লেন্সটিও 2 মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

OnePlus Nord CE 2 Lite 5G ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ v5.2, GPS/ A-GPS, NFC এবং USB Type-C পোর্ট সহ 3.5mm হেডফোন জ্যাক রয়েছে৷ ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে। 30 মিনিটে 50 শতাংশ ব্যাটারি চার্জ হয়ে যাবে বলে দাবি করা হচ্ছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :