লঞ্চের আগেই প্রকাশ হল OnePlus Nord 4 ফোনের দাম, জানুন ভারতে কবে আসবে

লঞ্চের আগেই প্রকাশ হল OnePlus Nord 4 ফোনের দাম, জানুন ভারতে কবে আসবে
HIGHLIGHTS

OnePlus Nord 4 ভারতে 16 জুলাই লঞ্চ হতে প্রস্তুত হচ্ছে

কোম্পানির তরফে সম্প্রতি আপকামিং ওয়ানপ্লাস নর্ড 4 ফোনের মেটাল বডি টিজ করা হয়েছে

পোস্ট করা ছবিতে আপকামিং নর্ড 4 ফোনটি 30000 টাকার কম দামে আসবে বলে জানা গেছে

OnePlus Nord 4 ভারতে 16 জুলাই লঞ্চ হতে প্রস্তুত হচ্ছে। এটি Nord Series এর চতুর্থ স্মার্টফোন যা ভারতে আসতে চলেছে। কোম্পানির তরফে সম্প্রতি আপকামিং ফোনের মেটাল বডি টিজ করা হয়েছে। তবে অফিসিয়াল লঞ্চের আগেই ওয়ানপ্লাস নর্ড 4 এর হাই-কোয়ালিটি রেন্ডার অনলাইন প্রকাশ হয়েছে। অনলাইনে লিক হওয়া ছবি থেকে আপকামিং ফোনের সম্পূর্ণ ডিজাইন প্রকাশ হয়েছে। এছাড়া ফোনের কালার অপশনও জানা গেছে।

নতুন একটি লিক আপকামিং নর্ড 4 ফোনের দাম প্রকাশ করা হয়েছে। একজন টিপস্টার Techno Ruhez তার টুইটার পোস্টে ওয়ানপ্লাস নর্ড 4 ফোনের দামের সাথে একটি ছবি শেয়ার করেছে। পোস্ট করা ছবিতে আপকামিং নর্ড 4 ফোনটি 30000 টাকার কম দামে আসবে বলে জানা গেছে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড 4 ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী হবে।

আরও পড়ুন: Jio গ্রাহকদের বড় ধাক্কা! চুপিসারে বন্ধ করে দিল 200 টাকার কমে দুটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান

কবে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড 4

কোম্পানির আপকামিং ওয়ানপ্লাস নর্ড 4 ফোনটি 16 জুলাই 2024, বিকেল 6.30টায় ভারতে আনা হবে।

OnePlus Nord 4 ফোনের দাম কত হবে ভারতে

যেমনটি আমরা শুরুতে জানালাম যে একজন টিপস্টার তার X (টুইটার) পোস্টে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে নতুন ওয়ানপ্লাস ফোনের দাম 27,999 টাকা শুরু হবে। এই দামটি ফোনের ব্যাঙ্ক ডিসকাউন্টের পর পাওয়া যাবে। এছাড়া ফোনটি নো-কস্ট EMI অপশনেও কেনা যাবে।

হতে পারে আপকামিং ফোনের দাম 31,000 টাকা এবং 32,000 টাকা হতে পারে। ব্যাঙ্ক কার্ডে 4000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।

স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে নতুন ওয়ানপ্লাস ফোনের

OnePlus Nord 4 specs and features

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড 4 ফোনে 6.74-ইঞ্চি, 1.5K রেজোলিউশন, 120Hz OLED স্ক্রিন থাকতে পারে।

প্রসেসিংয়ের জন্য এতে Snapdragon 7+ Gen 3 প্রসেসর পাওয়া যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যেতে পারে। আশা করা হচ্ছে যে এতে 50MP Sony LY-600 প্রাইমারি সেন্সর এবং 8MP সোনি IMX355 আল্ট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 16MP Samsung S5K3PN ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে।

খবর রয়েছে যে ওয়ানপ্লাস ফোনে 5,500mAh ব্যাটারি থাকবে যা 100W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: 108MP দুর্দান্ত ক্যামেরা এবং পাওয়ারফুল ফিচার সহ আজ Redmi 13 5G হবে লঞ্চ, দাম 15000 টাকার কম হতে পারে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo