OnePlus Nord 4 ভারতে লঞ্চ, 12GB RAM, 5500mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, দাম কত জেনে নিন
Nord Series এর আওতায় আসা OnePlus Nord 4 পাওয়ারফুল স্মার্টফোনটি দুর্দান্ত ফিচার এবং স্পেক্স অফার করে
ওয়ানপ্লাস নর্ড 4 ফোনে কোম্পানি 12GB RAM, Snapdragon 7+ Gen 3 প্রসেসর, 100W SUPERVOOC চার্জিং এবং 50MP Sony LYT ক্যামেরা মতো ফিচার রয়েছে
ওয়ানপ্লাস নর্ড 4 ফোনের 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজের দাম 29,999 টাকা রাখা হয়েছে
বহু প্রতীক্ষিত OnePlus Nord 4 ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। Nord Series এর আওতায় আসা এই পাওয়ারফুল স্মার্টফোনটি দুর্দান্ত ফিচার এবং স্পেক্স অফার করে। ওয়ানপ্লাস নর্ড 4 ফোনে কোম্পানি 12GB RAM, Snapdragon 7+ Gen 3 প্রসেসর, 100W SUPERVOOC চার্জিং এবং 50MP Sony LYT ক্যামেরা মতো ফিচার রয়েছে। বলে দি যে এটি একটি 5G স্মার্টফোন। আসুন নতুন ওয়ানপ্লাস নর্ড 4 ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।
OnePlus Nord 4 ফোনের দাম কত ভারতে
ওয়ানপ্লাস নর্ড 4 5জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
- 8GB RAM + 128GB Storage = 29,999 টাকা
- 8GB RAM + 256GB Storage = 32,999 টাকা
- 12GB RAM + 256GB Storage = 35,999 টাকা
দামের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড 4 ফোনের 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজের দাম 29,999 টাকা রাখা হয়েছে। একই ভাবে নর্ড 4 ফোনের 8 জিবি RAM সহ 256 জিবি স্টোরেজ অপশনটি 32,999 টাকায় কেনা যাবে। এবং 12 জিবি সহ 256 জিবি স্টোরেজের দাম 35,999 টাকা রাখা হয়েছে। ফোনের বিক্রি 3 অগাস্ট থেকে শুরু হবে এবং ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 3000 টাকার ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: CMF Phone 1 Sale: 15,000 টাকার দামের 5G ফোনের আগামীকাল সেল, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি
ওয়ানপ্লাস নর্ড 4 ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিজাইন: সবার প্রথম ডিজাইনের কথা বললে, কোম্পানির এটি প্রথম মেটাল ইউনিবডি 5G ফোন। ফোনে শক্তিশালী বডি এবং প্রিমিয়াম লুক অফার করা হয়েছে যা অন্যান্য বাজেট ফোন থেকে আলাদা করে তোলে। ওয়ানপ্লাস ফোনটি AquaTouch টেকনোলজি সহ আনা হয়েছে। এই ফিচারের সাহায্যে স্মার্টফোনের স্ক্রিনে জল পড়লেও এটি ভাল করে চালানো যাবে। এতে IP65 রেটিং দেওয়া হয়েছে।
ডিসপ্লে: নর্ড 4 স্মার্টফোনে 6.74-ইঞ্চির 1.5K ডিসপ্লে সাপোর্ট দেওয়া। এটি 2772×1240 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি Super Fluid AMOLED স্ক্রিন যা আল্ট্রা HDR এবং 2150 নিট পিক ব্রাইটনেস সহ আসে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য নর্ড 4 5G ফোনে কোয়ালকম Snapdragon 7 Plus Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি 12 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস নর্ড 4 ফোনে ডুয়াল রিয়ার জন্য সাপোর্ট দেওয়া। ফোনের ব্যাক প্যানেল OIS এবং EIS সাপোর্ট সহ 50MP Sony LYT-600 মেইন সেন্সর রয়েছে। এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড Sony সেন্সর পেয়ার করা হয়েছে।
সেলফি এবং ভিডিওয় এর জন্য নর্ড 4 5জি ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। এর সাথে 30fps 108p ভিডিও রেকর্ডিং করা যেতে পারে।
ব্যাটারি: ফোনে বেশিক্ষন পাওয়ার দিতে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারি চার্জ করতে এতে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। কোম্পানির দাবি যে মাত্র 28 মিনিটে ফোনটি 1 শতাংশ থেকে 100 শতাংশ ফুল চার্জ করা যাবে।
আরও পড়ুন: Moto G85 5G নাকি OnePlus Nord CE 3 Lite 5G: 20,000 টাকার বাজেটে কোন ফোন সেরা?
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile