OnePlus -এর তরফে তাদের নতুন ফোন OnePlus Nord 3 হয়তো শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। অনুমান করা হচ্ছে এই ফোনটি দেশে জুলাই মাসেই আত্মপ্রকাশ ঘটাবে। তবে এখনও কোম্পানির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
OnePlus -এর তরফে কিছু বলার আগেই এই ফোনের সম্ভাব্য দাম ফাঁস হয়ে গিয়েছে। Tipster অভিষেক যাদব টুইটারে একটি পোস্ট করেছেন এই ফোনটিকে নিয়ে। তিনি সেখানেই বলেছেন OnePlus Nord 3 ফোনটি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।
এই ফোনের বেস মডেলে থাকবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি কিনতে গ্রাহকদের খরচ হবে 32,999 টাকা। অন্যদিকে টপ এন্ড মডেলে থাকবে 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি ভারতীয় গ্রাহকরা 36,999 টাকার বিনিময়ে কিনতে পারবেন।
যদি এই ফাঁস হওয়া তথ্য সত্যি হয় তাহলে এটাই প্রথম OnePlus -এর ফোন হবে যেখানে 16 GB RAM থাকবে। প্রায় একই রকম তথ্য চলতি মাসের শুরুর দিকে পাওয়া গিয়েছিল। তবে তখন এই ফোনটির ইউরোপিয়ান বাজার মূল্য কত হবে সি জানা গিয়েছিল।
সেই রিপোর্ট অনুযায়ী OnePlus Nord 3 ফোনের মডেল দুটির দাম ইউরোপের বাজারে EUR 449 বা ভারতীয় মূল্যে প্রায় 37,800 টাকা এবং EUR 549 বা দেশে 48,700 টাকা পড়বে। এই দামগুলো ভারতীয় বাজারে এই ফোনের যে দাম আশা করা হচ্ছিল বলাই বাহুল্য তার থেকে বেশ অনেকটা বেশি ছিল। তবে এটা অবাক হওয়ার কিছু নেই, OnePlus -এর তরফে তাদের ফোনের দাম ভারতের বাজারে তুলনায় সস্তা রাখা হয় কারণ এটিকে এখানে Xiaomi, Samsung, ইত্যাদির মতো ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় সামিল হতে হয়।
OnePlus Nord 3 নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। প্রথমে মনে করা হয়েছিল এই ফোনটি চলতি মাসেই হয়তো বাজারে আসবে।
একাধিকবার এর নানা ফিচার নানা সময় ফাঁস হয়ে গিয়েছে এর আগে। আর সেখান থেকেই অনুমান করা হচ্ছে এই ফোনটিতে MediaTek Dimensity 9000 প্রসেসর থাকবে। অর্থাৎ যে প্রসেসর OnePlus Tablet এ দেখা যায় সেটাই এই ফোনে দেখা যাবে।
এছাড়া 5G তো থাকবেই। 80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি থাকতে পারে এই ফোনে। অর্থাৎ এক ঘণ্টার কম সময়েই এই ফোন 0 থেকে 100% চার্জ তুলে নিতে সক্ষম।
1. ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 6.74 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকবে যেখানে 2772X1240 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে।
2. রিয়ার ক্যামেরায় 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
3. এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে। এখানে নিরাপত্তার জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
OnePlus Nord 3 -এর সঙ্গেই হয়তো ভারতের বাজারে OnePlus Nord Buds 2r লঞ্চ করা হবে। এই Earbuds -এর দামও 3,000 টাকার মধ্যে হবে বলেই সম্প্রতি জানা গিয়েছে।