OnePlus -এর তরফে একসঙ্গে একগুচ্ছ ডিভাইস নিয়ে আসা হল ভারতীয় বাজারে। OnePlus Nord 3 5G, OnePlus Nord CE 3 5G, OnePlus Nord Buds 2r- এই তিনটি ডিভাইস এদিন OnePlus -এর তরফে লঞ্চ করা হয়েছে। আগামী 15 জুলাই থেকে এই ডিভাইসগুলো Amazon থেকে কেনা যাবে। Amazon Prime Days Sale -এর সময় থেকে এগুলোর বিক্রি শুরু হবে দেশে।
OnePlus Nord 3 5G ফোনটি দুটো মডেলে লঞ্চ করা হল। একটি মডেলে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই স্টোরেজ মডেল কিনতে গ্রাহকরা খরচ হবে 33,999 টাকা।
অন্যদিকে 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে দেশে খরচ হবে 37,999 টাকা। গ্রাহকরা এই ফোন দুটো টেম্পেস্ট গ্রে এবং মিস্টি গ্রিন রঙে কিনতে পারবেন। এই ফোনটি গ্রাহকরা Amazon থেকে কিনতে পারবেন।
এছাড়া OnePlus -এর অফিসিয়াল সাইট তো আছেই। আগামী 15 জুলাই থেকে বিক্রি শুরু হবে এই ফোনের।
OnePlus Nord CE 3 5G ফোনটিও দুটো স্টোরেজ মডেলে উপলব্ধ হয়েছে। এই ফোনটির বেস মডেলে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি কিনতে গ্রাহকরা খরচ হবে 26,999 টাকা।
অন্যদিকে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে খরচ হবে 28,999 টাকা। এই ফোনটি অ্যাকোয়া সার্জ এবং গ্রে শিমার রঙে কেনা যাবে। তবে এই ফোনটির বিক্রি শুরু হবে অগাস্ট থেকে।
OnePlus Nord Buds 2r দেশে লঞ্চ করল মাত্র 2,199 টাকায়। এটি ডিপ গ্রে এবং ট্রিপল ব্লু রঙে উপলব্ধ হয়েছে বাজারে। এটি গ্রাহকরা OnePlus ওয়েবসাইট, Amazon, Flipkart, Myntra, ইত্যাদি থেকে কিনতে পারবেন।
1. এই ফোনে গ্রাহকরা 120 Hz রিফ্রেশ রেট সহ 6.74 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে পাবেন।
2. এটি পরিচালিত হবে MediaTek Dimensity 9000 প্রসেসরের সাহায্যে । এখানে 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন।
3. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন।
4. 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। বাকি দুটো সেন্সরে আছে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর। এখানে OIS এর সুবিধা পাবেন। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এখানে।
5. 80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এখানে।
1. এই ফোনে আছে 6.7 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। এখানে 120 Hz রিফ্রেশ রেট পাবেন।
2. Qualcomm Snapdragon 782G প্রসেসরের সাহায্যে চলে এটি। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন।
3. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি।
4. এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, প্রাইমারি ক্যামেরায় পাবেন 50 মেগাপিক্সেলের একটি Sony IMX 890 সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
5. এখানে 80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি পাবেন।
1. এই সস্তার Earbuds -এ পেয়ে যাবেন 12.4 mm টাইটেনিয়াম কোটেড ডাইনামিক ড্রাইভারস, ডুয়াল মাইক্রোফোন এবং AI ক্লিয়ার কল ফিচার।
2. Dolby Atmos সাপোর্ট করে এই Earbuds।
3. এখানে 8 ঘণ্টার ব্যাটারি লাইফ পাবেন প্রতিটি earbuds -এ। আর কেসে 38 ঘণ্টার। টাইপ সি পোর্ট রয়েছে চার্জিং -এর জন্য।
4. ব্লুটুথ এবং 94 ms আল্ট্রা লো লেটেন্সির সুবিধা আছে এখানে।
5. IP 55 রেটিং রয়েছে এই Earbuds -এ অর্থাৎ এটি ধুলো এবং জল দুই প্রতিরোধ করতে পারবে। OnePlus 6 বা তার বেশি কিংবা অ্যান্ড্রয়েড 11 কিংবা তার বেশি ডিভাইসগুলোর সঙ্গে এটি দ্রুত পেয়ার করতে সক্ষম।