Price Drop: 50MP Sony ক্যামেরা সহ OnePlus Nord 3 5G ফোনে দেদার ছাড়, জানুন কত টাকা সস্তায় কেনা যাবে

Price Drop: 50MP Sony ক্যামেরা সহ OnePlus Nord 3 5G ফোনে দেদার ছাড়, জানুন কত টাকা সস্তায় কেনা যাবে
HIGHLIGHTS

OnePlus Nord 3 5G ফোনটি গত বছর জুলাই মাসে 33,999 টাকায় লঞ্চ করা হয়েছিল

এখন ফোনের 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ মডেলটি Amazon সাইটে সস্তায় বিক্রি হচ্ছে

এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 চিপসেট এবং 5000mAh ব্যাটারি দেওয়া

OnePlus Nord 3 5G ফোনে বাম্পার ডিপকাউন্ট অফার করা হচ্ছে। ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনটি দুর্দান্ত ডিসকাউন্টের সাথে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারে আরও সস্তায় কেনা যাবে। বলে দি যে ওয়ানপ্লাস এর ফোনটি গত বছর জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 চিপসেট এবং 5000mAh ব্যাটারি সহ আসে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড ফোনে কত টাকা ছাড় পাওয়া যাবে।

OnePlus Nord 3 5G ফোনে কত টাকা ছাড় পাওয়া যাবে

ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনটি গত বছর জুলাই মাসে 33,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন ফোনের 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ মডেলটি Amazon সাইটে সস্তায় বিক্রি হচ্ছে। ফোনটি 20,999 টাকায় লিস্ট করা। অ্যামাজন কোম্পানি এই ফোনে 1000 টাকার কুপন অফারও করছে। যার পরে ফোনের দাম কমে 19,999 টাকা হয়ে যাবে।

আরও পড়ুন: 200 টাকার কম দামে Jio vs Airtel প্ল্যান নিয়ে মারামারি, বেশি সুবিধা সহ কে জিতবে ব্যাটেল গ্রাউন্ড?

এছাড়া, যদি আপনি ICICI Amazon Pay ক্রেডিট কার্ড গ্রাহক হন, তবে এই কার্ড পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। গ্রাহকরা এই ফোনটি ছাড়ের পর মাত্র 18,999 টাকায় কিনতে পারবেন।

OnePlus Nord 3 5G gets huge discount
ICICI Amazon Pay ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে Nord 3 ফোনে

Nord 3 5G ফোনে বিশেষ কী রয়েছে

ডিসপ্লে : ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনে 6.74-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া, যা ডায়নামিক রিফ্রেশ রেট সহ আসে। এটি HDR10+ সাপোর্ট করে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য ফোনে মিডিয়াটেকক ডাইমেনসিটি 9000 প্রসেসর দেওয়া।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে সাপোর্ট সহ 50MP Sony IMX890 মেইন সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে 112 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ 8MP আল্ট্রা আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া। ফোনের ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 80W SuperVOOC চার্জিং সাপোর্ট করবে। ফোনের সাইডে আর্লট স্লাইডার ফিচারও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Xiaomi 14 Civi: লঞ্চের আগেই আপকামিং শাওমি ফোনের ফিচার প্রকাশ্যে, 32MP ডুয়াল সেলফি ক্যামেরা সহ আর কী থাকবে বিশেষ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo