28,999 টাকা দামের OnePlus Nord 2T 5G মাত্র 9,854 টাকায় কেনার সুযোগ! জানুন কোথায় পাবেন অফার

28,999 টাকা দামের OnePlus Nord 2T 5G মাত্র 9,854 টাকায় কেনার সুযোগ! জানুন কোথায় পাবেন অফার
HIGHLIGHTS

Amazon Great Republic Day Sale 15 জানুয়ারি থেকে অ্যামাজনে শুরু হয়েছে

OnePlus Nord 2T 5G ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 28,999 টাকা

SBI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 10 শতাংশ অর্থাৎ 1,250 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale) 15 জানুয়ারি থেকে অ্যামাজনে শুরু হয়েছে। এই সেল 20 জানুয়ারী, 2023 পর্যন্ত চলবে। আপনি যদি একটি OnePlus স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে আমরা OnePlus Nord 2T 5G ফোনে পাওয়া দুর্দান্ত ছাড় সম্পর্কে বলবো। এই ফোনটি সেল চলাকালীন বিশাল ছাড়ে কেনা যাবে। এই ডিলে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার রয়েছে, যার ফলে এই ফোন আরও সস্তায় কেনা যাবে।

OnePlus Nord 2T 5G-এর দাম:

অফারের কথা বললে, OnePlus Nord 2T 5G ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 28,999 টাকা। গত বছরের জুলাই মাসে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল এই ফোন। যদি ইএমআইতে কিনলে, এই ফোনটি প্রতি মাসে 1,385 টাকার ইএমআই-এ কেনা যাবে।

OnePlus Nord 2T 5G ফোনে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার:

Amazon Great Republic Day Sale-এ, আপনি ব্যাঙ্ক অফারের মাধ্যমে SBI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 10 শতাংশ অর্থাৎ 1,250 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন৷ এক্সচেঞ্জ অফারে, পুরনো ফোন এক্সচেঞ্জে দিলে 18,050 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ অফার ফোনের বর্তমান অবস্থায় নির্ভর করছে। ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার মিলিয়ে, এই ফোনটি 9,854 টাকা কম হতে পারে। এখান থেকে কিনুন

Oneplus Nord 2T 5G

OnePlus Nord 2T 5G এর স্পেসিফিকেশন

OnePlus Nord 2T 5G ফোনে রয়েছে Android 12 ভিত্তিক OxygenOS 12.1। এছাড়াও, একটি 6.43-ইঞ্চি ফুল HD প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz দেওয়া এবং এর সাথে HDR10+ এর সাপোর্ট রয়েছে। ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস 5। এতে MediaTek Helio Dimension 1300 প্রসেসরের সাথে 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।

OnePlus Nord 2T 5G ফোনে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে যার প্রাইমারি লেন্সটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50-মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর। দ্বিতীয় লেন্সটি হল 8-মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড সেন্সর। তৃতীয় লেন্সটি একটি 2-মেগাপিক্সেল মনোক্রোম লেন্স। সেলফির জন্য একটি 32-মেগাপিক্সেল Sony IMX615 সেন্সর রয়েছে। রিয়ার ক্যামেরা থেকে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।

কানেক্টিভিটির জন্য, OnePlus Nord 2T 5G ফোনে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.2, GPS / A-GPS / NavIC, NFC এবং USB Type-C পোর্ট। ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 4500mAh ব্যাটারি রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo