AI Eraser Feature: Google Pixel কে টেক্কা দিতে OnePlus আনল নতুন এআই ফিচার, জানুন কোন স্মার্টফোনে আসবে এবং কীভাবে কাজ করবে

Updated on 15-Apr-2024

OnePlus অবশেষে তার স্মার্টফোন AI (artificial intelligence) পাওয়ার আনতে চলেছে। কোম্পানি ওয়ানপ্লাস স্মার্টফোনের জন্য তার নতুন AI Eraser এডিটিং ফিচার লঞ্চ করেছে। এই ফিচারটি কোম্পানির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) দ্বারা চালিত হয়। এই টুলটি OnePlus ফোনে ছবি এডিট করতে ব্যবহার করা যেতে পারে।

কীভাবে কাজ করবে AI Eraser

এআই ফিচারের সাহায্যে ওয়ানপ্লাস ইউজাররা তাদের ফটো থেকে অপছন্দের যেকোনো অবজেক্ট (বস্তু) সরিয়ে ফেলতে পারবেন। ইউজাররা সেই অবজেক্টকে হাইলাইট করে মুছে ফেলতে পারবেন।

আরও পড়ুন: Price Cut: 12GB RAM এবং 50MP ক্যামেরা সহ Motorola এর ওয়াটরপ্রুফ স্মার্টফোন হল ব্যাপক সস্তা!

কোন কোন OnePlus Smartphone এ পাওয়া যাবে এআই ফিচার

OnePlus সেই স্মার্টফোনগুলির নামও প্রকাশ করেছে, যেতে নতুন এআই ফিচার পাওয়া যাবে। তালিকায় থাকবে এই স্মার্টফোনগুলোর নাম-

  • OnePlus 12
  • OnePlus 12R
  • OnePlus 11
  • OnePlus Open
  • OnePlus Nord CE 4

কোম্পানির তরফে এপ্রিল থেকে তার ফ্ল্যাগশিপ ফোনগুলিতে এই ফিচার রোলআউট করা শুরু হবে। তবে এই টুলটি ওয়ানপ্লাস এর কয়েকটি সিলেক্টিভ স্মার্টফোনে পাওয়া যাবে।

নতুন AI ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি(artificial intelligence) উন্নত অ্যালগরিদমের একটি সিরিজকে কাজে লাগিয়ে ইউজারদের ফটো গ্যালারির শটগুলি থেকে যেকোনো অবাঞ্ছিত বস্তু সেলেক্ট করে সরিয়ে দিতে পারবে, ওয়ানপ্লাস জানিয়েছে।

আরও পড়ুন: Price Cut: 32MP সেলফি ক্যামেরা সহ OPPO Reno 11 5G ফোনের দাম কমল, জানুন কত টাকা সস্তায় কেনা যাবে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :