অগাস্টেই লঞ্চ করছে OnePlus-এর Foldable ফোন? কোন তথ্য প্রকাশ্যে এল?

Updated on 05-May-2023
HIGHLIGHTS

OnePlus -এর Foldable ফোনটি অগাস্ট মাসে লঞ্চ করতে পারে

এই ফোনের নাম OnePlus V Fold রাখা হতে পারে

Galaxy Z Fold, Pixel Fold -এর সঙ্গে টক্কর দেবে এই ফোন

OnePlus -এর তরফে তাদের প্রথম Foldable ফোন বাজারে লঞ্চ করার প্রস্তুতি চলছে। আগেই জানা গিয়েছিল যে এই বছরই এই কোম্পানির তরফে তাদের প্রথম Foldable ফোন নিয়ে আসা হবে বাজারে। এবার প্রকাশ্যে এল এই ফোনের সম্ভাব্য লঞ্চের সময়। 

Tipster Max Jambhor এই ফোন লঞ্চের সময় প্রকাশ্যে আনলেন। তিনি বললেন এই ফোনটি অগাস্ট মাসের কোনও এক সময় লঞ্চ হতে পারে। অর্থাৎ এই ফোনটি Samsung Galaxy Z Flip 5 এবং Samsung Galaxy Z Fold 5, Google Pixel Fold -এর পরপর লঞ্চ করবে। 

কানাঘুষোয় শোনা যাচ্ছে এই ফোনের নাম OnePlus V Fold রাখা হবে। ইতিমধ্যেই এটি ট্রেডমার্ক -এর জন্য চিনে অ্যাপ্লাই করেছে। এই ফোনটি Flip ভার্সনে উপলব্ধ হবে। 

কখন লঞ্চ হবে এই ফোন?

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 -এ এই কোম্পানির তরফে জানানো হয়েছিল এই বছরই তারা তাদের প্রথম Foldable ফোন লঞ্চ করবে। এবার একজন টিপস্টার জানালেন এই ফোন অগাস্ট মাসে লঞ্চ করতে পারে। যদিও কোম্পানির তরফে কিছু জানানো হয়নি। 

কী কী থাকতে পারে এই ফোনে?

অনেকেই বলছেন এই ফোনটি নাকি Oppo Find N2 -এর রিব্র্যান্ডেড ভার্সন। এই বিষয়ে উল্লেখযোগ্য গত বছরই Oppo -এর সঙ্গে মার্জ করেছে OnePlus। ফলে দুই ফোনে মধ্যে যে বেশ মিল থাকবে সেটা বোঝাই যাচ্ছে।

দুটো ফোনের ফিচার আলাদা হবে কিনা সেট এখনও জানা যায়নি। যদি এই ফোন সত্যি Oppo Find N2 -এর রিব্র্যান্ডেড ভার্সন হয় তাহলে এখানে কী কী থাকতে পারে দেখুন:

1. 5.54 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে যেখানে 120 HZ রিফ্রেশ রেট থাকবে।  সঙ্গে একটি বড় 7.1 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে থাকবে। এখানেও 120 HZ রিফ্রেশ রেট থাকবে।

2. 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 13 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা থাকবে এই ফোনে। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে। রিয়ার প্যানেলে LED ফ্ল্যাশ থাকবে। 

3. Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের থাকতে পারে এই ফোনে। 

4. এটি 12 ও 16 GB RAM এবং 256 ও 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলে উপলব্ধ হবে। 

5. এখানে 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4520 mAh ব্যাটারি থাকতে পারে। 

6. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন। 

7. কানেকটিভিটির জন্য এখানে থাকতে পারে 5G, wifi, ব্লুটুথ, GPS, USB টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :