এবার ওয়ানপ্লাস দিছে দিওয়ালি তে মাত্র ১ টাকায় স্মার্টফোন

Updated on 04-Nov-2016
HIGHLIGHTS

OnePlus কোম্পানির এই অফার পাবেন ২৪ থেকে ২৬ অক্টোবর তারিখে। তবে এর জন্য আপনাকে নিজের নাম নথিভূক্ত করতে হবে। এবং একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

চায়না স্মার্টফোন নির্মাতা কোম্পানি OnePlus দিওয়ালির জন্য দারুন অফার নিয়ে এসেছে। এই অফারে আপনি OnePlus স্মার্টফোন পেতে পারেন মাত্র ১ টাকায়। শুধু স্মার্টফোনই নয়, এই কোম্পানির অন্যান্য জিনিসও এমনই চমকদার কম দামে পেয়ে যাবেন। OnePlus কোম্পানির এই অফার পাবেন ২৪ থেকে ২৬ অক্টোবর তারিখে। তবে এর জন্য আপনাকে নিজের নাম নথিভূক্ত করতে হবে। এবং একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

আরও দেখুন : হনর 8 স্মার্ট, হলি 3 স্মার্টফোন ভারতে চালু

এই সেলে অংশগ্রহণ করার জন্য আজ ই রেজিস্টার করুন :

https://twitter.com/OnePlus_IN/status/787914221191213056

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে কিছু নিয়ম পালন করতে হবে ২৪ থেকে ২৬ অক্টোবর দুপুর ১২টা, বিকেল ৪টে এবং রাত ৮টায় Diwali Dash Sale হবে। দিওয়ালি সেলে অংশগ্রহণ করতে হলে প্রতিযোগীদের এন্ট্রি চ্যালেঞ্জে পাশ করতে হবে। প্রত্যেক সেশনে লাকি ড্রয়ের মাধ্যমে ১ টাকার একটি রহস্যময় বাক্স পাওয়া যাবে।

এই প্রসঙ্গে আপনি যদি আরও তথ্য চান, তাহলে অবশ্যই এই স্মার্টফোন কোম্পানির ওয়েবসাইটে দেখুন।

আরও দেখুন : হনর 8 স্মার্টফোন ভারতে চালু, মূল্য Rs. 29,999

আরও দেখুন : শাওমি'র একটি নতুন স্মার্টফোন অনলাইন হল ফাঁস, 3GB র্যাম যুক্ত

 

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech.

Connect On :