ফোল্ডেবল ফোন মানেই আলাদা লুক, আকর্ষণীয় ডিজাইন। যা গতে বাঁধা ফোনের লুকের মধ্যে খানিকটা বদল আনে। ফলে বাজারে এই ফোনের চাহিদা বরাবরই বেশি ছিল। Samsung, থেকে Motorola সহ একাধিক কোম্পানির ফোল্ডেবল স্মার্টফোন এখন পাওয়া যায় বাজারে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলল OnePlus।
OnePlus কোম্পানি এমনই বেশ জনপ্রিয়। হাইফাই মানের প্রিমিয়াম Flagship ফোন বানানোর জন্য এটির বেশ সুখ্যাতি আছে। একই সঙ্গে মিড রেঞ্জে একাধিক ভাল ভাল ফোন অফার করে থাকে এই সংস্থা যা মধ্যবিত্তের পকেটের উপর বিশেষ চাপ ফেলে না। কিছুদিন আগেই OnePlus -এর তরফে Cloud 11 ইভেন্টের মাধ্যমে একাধিক প্রোডাক্ট লঞ্চ করা হয় যেখানে ছিল ট্যাবলেট থেকে টিভি, স্মার্টফোন, ইত্যাদি। এই সমস্ত প্রোডাক্টেই দুর্দান্ত টেকনোলজি ব্যবহৃত হয়েছিল। এই অনুষ্ঠানেই লঞ্চ করা হয়েছিল Oneplus Cloud Storage -এর 11 ভার্সন। ফলে সবটা মিলিয়েই এই অনুষ্ঠান নিয়ে মোবাইল থেকে টেকনোলজি প্রেমীদের মধ্যে দারুন উন্মাদনা দেখা গিয়েছিল।
OnePlus -এর সেই ইভেন্টের পর এখন তাঁরা স্পেনের বার্সেলোনায় চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে একটি বড় ঘোষণা করল। সেখানে তারা জানাল Oppo, Moto, Samsung- কে টেক্কা দিতে এবার বাজারে আনতে চলেছে তাদের প্রথম ফোল্ডেবল ফোন। জানা গিয়েছে এই ফোনটি 2023- এর তৃতীয় কোয়ার্টারে মুক্তি পেতে পারে। এমন কথাই OnePlus -এর প্রেসিডেন্ট কিন্ডার লিউ ইন জানালেন। তাঁর কথা থেকে স্পষ্ট এটি একটি Flagship ফোন হবে।
1. এই ফোনে খুব সম্ভবত 2K ডিসপ্লে থাকবে যার ফলে এটার সঙ্গে Samsung Galaxy Z Fold 4 ফোনটির সঙ্গে বেশ মিল পাওয়া যাবে।
2. এছাড়া এও জানা গিয়েছে যে একটি নয়, OnePlus একসঙ্গে দুটি ফোল্ডেবল ফোন আনতে চলেছে। এই ফোন দুটি হল OnePlus V Flip এবং আরেকটি হল OnePlus V Fold। মনে করা হচ্ছে এই ফোন Oppo Find N সিরিজের উপর বেস করে বানানো হবে।
3. এছাড়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে OnePlus -এর তরফে মিনিয়েচারাইজড অ্যাক্টিভ লিকুইড কুলিং সিস্টেম এর ডেমো দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে এটি নাকি তাপমাত্রাকে 2.1 ডিগ্রি পর্যন্ত কমাতে সক্ষণ হবে। কিন্তু সে যাই হোক মূল আকর্ষণ কেড়েছে OnePlus -এর এই আসন্ন ফোল্ডেবল ফোনটি।