আজ থেকে চালু OnePlus Community Sale, বিক্রি শুরু OnePlus 11 Marble Odyssey-এর, দেখুন ফিচার

Updated on 06-Jun-2023
HIGHLIGHTS

OnePlus Community Sale শুরু হয়ে গেল

এই সেল 6 জুন থেকে 11 জুন পর্যন্ত চলবে

OnePlus 11 Marble Odyssey-এর বিক্রিও শুরু হল আজ থেকেই

Amazon -এ শুরু হল OnePlus Community Sale। এই সেল 6 জুন থেকে 11 জুন পর্যন্ত চলবে। এই সেলে একাধিক OnePlus ফোনে দারুন সব অফার থাকবে।

OnePlus 10R, OnePlus Nord CE 2 Lite -এ পাবেন ফাটাফাটি অফার। বাদ যাবে না টিভি থেকে ইয়ারফোন। অন্যদিকে আজ থেকেই OnePlus এর লিমিটেড এডিশন ফোন OnePlus 11 Mable Odyssey -এর বিক্রি শুরু হচ্ছে দেশে।

এটি আদতে OnePlus Jupiter Rock এডিশনের রিব্র্যান্ডেড ভার্সন। এই ফোনটি ইতিমধ্যেই চিনে লঞ্চ করে গিয়েছে। গত মার্চ মাসে বাজারে এসেছে এই ফোনটি।

এটি 3D মাইক্রোক্রিস্টালাইন রক দিয়ে তৈরি। এখানে মার্বেলের মতো ফিনিশ পাবেন। তবে এত কিছু হলে কী হবে এই ফোনটি কিন্তু মোটেই ভারী নয়। 

OnePlus 11 Marble Odyssey-এর বিক্রি শুরু দেশে

6 জুন 2023 থেকে দেশে বিক্রি শুরু হচ্ছে OnePlus Marble Odyssey ফোনটির। এই ফোনটি গ্রাহকরা Amazon.in থেকে কিংবা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ OnePlus.in থেকে কিনতে পারবেন।

এখনও পর্যন্ত এই ফোনটি ভারতীয় বাজারে কেবল একটি সিঙ্গেল ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ হয়েছে। এখানে 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এখন অফার আছে এই ফোনে। দেখুন সেরা ডিল এখানে।

আরও পড়ুন: 9000 টাকার কম দামে আসছে 16 জিবি RAM সহ স্মার্টফোন! ফিচার জেনে হয়ে যাবেন ফ্যান

কী কী ফিচার আছে এই ফোনে?

OnePlus 11 Marble Odyssey কী কী ফিচার থাকবে দেখুন। 

1. এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে থাকবে। 

2. এই ফোনটি পরিচালিত হবে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে। এই ফোনে আছে 16 GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। 

3. 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি আছে এই ফোনে। 

4. ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 32 মেগাপিক্সেলের একটি টেলি ফটো সেন্সর এবং একটি 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর আছে। 

5. এই ফোনটি পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে। 

6. ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

কোম্পানির প্রেস বিবৃতিতে জানানো হয়েছে এটি অর্থাৎ OnePlus 11 Marble Odyssey একদমই একটি ভারতীয় বাজার কেন্দ্রিক বিশেষ প্রোডাক্ট হিসেবে লঞ্চ করেছে। 

আরও পড়ুন: Realme 11 Pro সিরিজের সাথে পাওয়া যাবে 4499 টাকার Realme Watch 2 Pro একদম ফ্রি! জানুন কীভাবে পাবেন এই অফার

কত দাম হবে এই ফোনের?

এই ফোনটির দাম দেশে রাখা হয়েছে 64,999 টাকা। Amazon -এ এখন এই ফোনে এক্সচেঞ্জ অফার উপলব্ধ আছে। পুরনো ফোন বদলে কেউ এই ফোন কিনলে তিনি 30,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

No cost EMI সহ ব্যাংক অফার আছে। ফলে এই দামের থেকে এখন অনেকটাই কম দামে OnePlus Community Sale -এ এই ফোন কেনা যাবে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :