OnePlus 12R এর স্পেসিফিকেশন লিক, 8GB RAM, 50MP ক্যামেরা সহ করবে এন্ট্রি

OnePlus 12R এর স্পেসিফিকেশন লিক, 8GB RAM, 50MP ক্যামেরা সহ করবে এন্ট্রি
HIGHLIGHTS

OnePlus শীঘ্রই নতুন স্মার্টফোন OnePlus Ace 3 এবং OnePlus 12R লঞ্চ করতে চলেছে

4 জানুয়ারী চীনে ওয়ানপ্লাস Ace 3 চালু হতে পারে বলে আশা করা হচ্ছে

OnePlus 12R ফোনটি গ্লোবাল মার্কেটে 23 জানুয়ারী ওয়ানপ্লাস 12 এর সাথে লঞ্চ করা যেতে পারে

OnePlus শীঘ্রই নতুন স্মার্টফোন OnePlus Ace 3 এবং OnePlus 12R লঞ্চ করতে চলেছে। 4 জানুয়ারী চীনে ওয়ানপ্লাস Ace 3 চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, OnePlus 12R ফোনটি গ্লোবাল মার্কেটে 23 জানুয়ারী ওয়ানপ্লাস 12 এর সাথে লঞ্চ করা যেতে পারে।

লিকার ম্যাক্স জাম্বরের একটি নতুন পোস্টে ওয়ানপ্লাস 12 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। নভেম্বরে ওয়ানপ্লাস এর তরফে Ace 3 নামটি নিশ্চিত করা হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক আপকামিং নতুন ফোনে কী বিশেষ থাকবে।

আরও পড়ুন: WhatsApp New Update: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস করা যাবে এবার ইনস্টাগ্রামে শেয়ার, আসছে নতুন আপডেট

OnePlus 12R/Ace 3
নতুন পোস্টে ওয়ানপ্লাস 12 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে

OnePlus 12R/Ace ফোনে কী থাকবে বিশেষ

জাম্বরে এর একটি নতুন টুইটে ওয়ানপ্লাস 12R এর স্পেসিফিকেশন সম্পর্কে প্রকাশ করেছে। তবে লিকে ফোনে স্টোরেজ সম্পর্কে জানা গিয়েছে। আপকামিং ওয়ানপ্লাস স্মার্টফোন 8GB/16GB LPDDR5x RAM ভ্যারিয়্যান্ট এবং 128GB (UFS 3.1) / 256GB (UFS 4.0) স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। এছাড়া ফোনটি দুটি কালার অপশনে আসবে- আয়রন গ্রে এবং কুল ব্লু।

স্পেসিফিকেশনের কথা বললে, ওয়ানপ্লাস 12R কার্ভিড এজেস সহ 6.78-ইঞ্চি ProXDR LTPO 4.0 OLED ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লেতে রেজোলিউশন 1-120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। এটি গরিল্লা গ্লাস ভিক্টাস+ প্রটেকশন সহ আসবে। ফোনটি Snapdragon 8 Gen 2-এ কাজ করবে। ফোনে পাওয়ার দিতে 5500mAh ব্যাটারি দেওয়া যেতে পারে যা 100W SuperVOOC চার্জিং সাপোর্ট করবে।

OnePlus 12R/Ace 3
ফোনটি দুটি কালার অপশনে আসবে- আয়রন গ্রে এবং কুল ব্লু

ক্যামেরা সেটআপের কথা বললে, ওয়ানপ্লাস 12R ফোনটি 50-মেগাপিক্সেল Sony IMX890 ক্যামেরা, OIS সাপোর্ট সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনের ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ColorOS 14 বা OxygenOS 14 এর সাথে আসবে।

আরও পড়ুন: Airtel Prepaid Plan: কোনও ডেটা লিমিট ছাড়াই মনের খুশিতে চালান ইন্টারনেট, এয়ারটেলের 3 দুর্দান্ত প্ল্যান দেখে নিন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo