OnePlus এর আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশ এবং লঞ্চ টাইম ফাঁস, 100W ফাস্ট চার্জিং সহ থাকবে প্রিমিয়াম ফিচার

OnePlus এর আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশ এবং লঞ্চ টাইম ফাঁস, 100W ফাস্ট চার্জিং সহ থাকবে প্রিমিয়াম ফিচার
HIGHLIGHTS

OnePlus Ace 2 Pro ফোনের এখন আসা নতুন লিকে এর লঞ্চ টাইমলাইন এবং ডিসপ্লে স্পেক্স সম্পর্কে জানা গেছে

লিকস্টর Digital Chat Station অনুযায়ী, OnePlus Ace 2 Pro ফোনে 1.5K স্ক্রিন এবং 100W ফাস্ট চার্জিং দেওয়া যেতে পারে

আপকামিং ফোনটি নতুন Snapdragon 8 Gen 2 চিপসেট সহ আনা হবে

খবর রয়েছে যে OnePlus তার নতুন ফোন Ace 2 Pro বাজারে আনতে চলেছে। ফোনের বিষয় এই মাসের শুরুর দিকে অনলাইনে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে কোম্পানির পক্ষ থেকে Oneplus এর আপকামিং ফোন সম্পর্কে কোনো  তথ্য দেওয়া হয়েনি। এর পাশাপাশি, একাধিক লিকে ফোনের কিছু স্পেসিফিকেশ এবং ফিচার সামনে এসেছে।

OnePlus Ace 2 Pro ফোনের এখন আসা নতুন লিকে এর লঞ্চ টাইমলাইন এবং ডিসপ্লে স্পেক্স সম্পর্কে জানা গেছে।

ফোনের ডিসপ্লে লিক এবং কবে লঞ্চ হবে আপকমিং OnePlus Ace 2 Pro ফোন?

লিকস্টর Digital Chat Station অনুযায়ী, আপকামিং ডিভাইসটি Reno10 Pro+ ফোনের মতো বলতে পারেন, এতে 1.5K স্ক্রিন এবং 100W ফাস্ট চার্জিং দেওয়া যেতে পারে। তবে আপকামিং ফোনটি নতুন Snapdragon 8 Gen 2 চিপসেট  সহ আনা হবে।

Oneplus-Ace-2

আরও পড়ুন: Motorola Edge 40 ফোনের প্রথম সেল আজ, 8GB RAM সহ এই ফোনের 5 বিশেষ ফিচার জেনে নিন

লিকস্টার তার আরেকটি পোস্টে জানিয়েছে যে ফোনটি জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে লঞ্চ করা যেতে পারে। এর পাশাপাশি অনুমান করা হচ্ছে যে এই ফোনটি আপকামিং Redmi K60 Ultra কে প্রতিযোগিতা দেবে।

মনে করিয়ে দি যে কোম্পানি এই বছর ফেব্রুয়ারিতে OnePlus Ace 2 লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনেরই আপগ্রেড ভার্সন হিসাবে OnePlus Ace 2 Pro আনতে চলেছে।

Oneplus-Ace-2Pro

আরও পড়ুন: BGMI খেলার জন্য 20,000-এর মধ্যে সেরা গেমিং ফোন খুঁজছেন? পছন্দের তালিকায় রাখুন এই 5

ফোনের আগে আসা রিপোর্টে বলা হয়েছিল যে, এটি Qualcomm Snapdragon 8 Gen 2 SoC  এর ওভারক্লকড ভার্সনে কাজ করবে। স্টোরেজে হিসাবে ফোনটি 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ সাপোর্ট করবে। 

ক্যামেরা সেটআপের কথা বললে, OnePlus Ace 2 Pro ফোনে রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এছাড়া ফোনে পাওয়া দিতে থাকবে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo