OnePlus Ace 2 Pro ফোনটি আগামী 16 অগাস্ট লঞ্চ করতে চলেছে
এখানে Snapdragon প্রসেসর থাকবে বলেই জানা গিয়েছে
বিপুল স্টোরেজ থাকতে পারে এখানে
OnePlus -এর তরফে শীঘ্রই নিয়ে আসা হতে চলেছে OnePlus Ace 2 Pro। এই ফোনটি আগামী 16 অগাস্ট চিনে লঞ্চ করতে চলেছে। তবে ভারতে কিন্তু OnePlus Ace সিরিজের ফোন লঞ্চ করে না। তবে সেগুলো রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসে দেশে, যেমন OnePlus Ace 2 -এর রিব্র্যান্ডেড ভার্সন হল OnePlus 11R।
OnePlus Ace 2 Pro ফোনটির লঞ্চের দিনক্ষণ যত এগোচ্ছে তত বেশি শোনা যাচ্ছে এই ফোনটি ভারতে OnePlus 11T হিসেবে আসতে পারে, বা একদমই আসবে না। OnePlus Ace 2 Pro ফোনটিতে Tiangong Cooling System আছে। লঞ্চের আগে এই ফোনের আরও একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে, যেমন এখানে OLED ডিসপ্লে সহ কেমন ব্যাটারি থাকবে সেসব জানা গিয়েছে।
OnePlus Ace 2 Pro ফোনটিতে কী কী ফিচার থাকবে?
1. OnePlus Ace 2 Pro ফোনের ডিসপ্লে কেমন হবে জানুন। এখানে 6.74 ইঞ্চির একটি OLED ডিসপ্লে থাকবে যেখানে BOE Q9+ ডিসপ্লে দেখা যাবে। এছাড়া এখানে দারুন ভিউয়িং এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আছে 120 Hz রিফ্রেশ রেট আছে।
1.07 বিলিয়ন ডিসপ্লে কালারস এবং HDR 10+ এর সুবিধা থাকবে এখানে। 1.5K রেজোলিউশন পাওয়া যাবে।
2. Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে চলবে এই OnePlus Ace 2 Pro ফোন। মানে দারুন স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে এখানে।
3. OnePlus Ace 2 Pro ফোনটিতে সঙ্গে 24 GB RAM থাকবে! হ্যাঁ, ঠিক পড়লেন 24 GB। এতদিন 16 বা 12 কিংবা 8 GB RAM যুক্ত ফোনের কথা শুনেছেন এবার আসছে বিপুল স্টোরেজ নিয়ে 24 GB RAM যুক্ত ফোন।
4. 150W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। মাত্র 17 মিনিটে এটি 0 থেকে 100 শতাংশ চার্জ তুলতে সক্ষম।
5. এই ফোনে Tiangong Cooling System আছে যা প্রথমবার কোনও ফোনে দেখা যেতে চলেছে। এটি আদতে একটি এরোস্পেস গ্রেড থ্রি ডায়মেনশনাল ভেপর চেম্বার। এটি 60% থার্মাল কন্ডাক্টিভিটি ভালো করবে, আর 41% সেটাকে বাড়াবে।
ফলে আপাতত OnePlus Ace 2 Pro ফোনটি সম্পর্কে এতটুকুই জানা গিয়েছে। আশা করা হচ্ছে যে এই ফোনটি ভারতে আসবে শীঘ্রই। Tiangong Cooling System এর সাহায্যে নতুন একটা অভিজ্ঞতা যে হবে সেটা বলাই বাহুল্য।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.