ONEPLUS 7T স্ন্যাপড্র্যাগন 855 প্লাসের সঙ্গে ভারতে এল

Updated on 27-Sep-2019
HIGHLIGHTS

ভারতে সার্কুলার ক্যামেরার সঙ্গে OnePlus 7T লঞ্চ হল

OnePlus7T কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855প্লাসের সঙ্গে এসেছে

ফোনে আছে 90Hz ডিসপ্লে আর এটি অ্যান্ড্রয়েড 10 য়ের সঙ্গে এসেছে

অবশেষে ভারতে গত কাল সন্ধ্যে বেলা একটি ইভেন্টের মধ্যে দিয়ে OnePlus 7T র আত্মপ্রকাশ করেছে। এই ফোনে 90Hz রিফ্রেশ রেট আছে যেমনটা অনুমান করা হয়েছিল। আর এই ফোনে আছে সার্কুলার ক্যামেরা আর ফোনে আছে ম্যাক্রো ফটোগ্রাফির জায়গা। ফোনড়িতে ওর‍্যাপ চার্জ 30T র সাপোর্ট আছে।

OnePlus 7T র স্পেসিফিকেশান

OnePlus 7T ফোনটিতে আপনারা একটি 6.55 ইঞ্চির AMOLED 90Hz ডিসপ্লে পাবেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 20:9। আর এই ফোনটি HDR10+ সাপোর্ট করে। ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। আরফ এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগম্ন 855প্লাস SOC। ফোনটিতে আপনারা 8GB র‍্যামের সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ পাবেন।

OnePlus 7T ফোনে আপনারা সার্কুলার ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা ফোনে হরাইজেন্টালি দেওয়া হয়েছে। এই ফোনে আছে একটি 48MP র মেন ক্যামেরা যা Sony IMX586 সেন্সার যুক্ত। আর এই ফোনে আপনারা এর সঙ্গে পাবেনে একটি 16MP র ক্যামেরা যা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল দেয় আর এই ফোনের 12MP র টেলিফটো লেস্ন আছে। আর ফোনটয়িতে আপনারা ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 16MPr Sony IMX472 সেন্সারের ক্যামেরা।

ওয়ানপ্লাস 7T ফোনে আপনারা ডল্বি অ্যাটমস সাপোর্ট পাবেন আর এই ফোনে আছে একটি 3800mAh য়ের ব্যাটারি যা ওর‍্যাপ চার্জ 30T সাপোর্ট করে। আর এই ফোন এর আগের ওর‍্যাপ চার্জারের থেকে 18 শতাংশ বেশি দ্রুত।

ফোনে আছে অক্সিজেন OS 10 যা অ্যান্ড্রয়েড 10 আউট অফ দি বক্স এসেছে। আর এই ফোনে আপনারা 5GB র ফ্রি ক্লাউড স্টোরেজ পাবেন আর সঙ্গে আছে এক্সট্রা 50GB র জায়গা। এর সঙ্গে একটি লাইফ ব্যালেন্স ফিচার আছে যা অ্যাপ ইত্যাদি থেকে নোটিফিকেশান সর্ট করে।

OnePlus 7T র দাম ও অন্যান্য ডিটেল

এই ওয়ানপ্লাস 7T ফোনের 8Gb র‍্যাম 128Gb স্টোরেজ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা রাখা হয়েছে আর এই ফোনের 8GB র‍্যাম আর 256GB ভেরিয়েন্টের দাম 39,999 টাকা রাখা হয়েছে। আর এই ফোনটি গ্লেসিয়ার ব্লু আর ফ্রস্টেড সিলভার কালারে পাওয়া যাবে। ফোনটি অ্যামাজনে 28 সেপ্টেম্বর দুপুর 12 টার সময়ে তাদের ফেস্টিভ সেলের সময়ে ফ্ল্যাশ সেলে প্রথম কেনা যাবে।

Connect On :