ONEPLUS 7T, ONEPLUS 7T PRO ফোন দুটিতে সেলফি ক্যামেরা এবার আরও দারুন হল

Updated on 24-Oct-2019
HIGHLIGHTS

OnePlus 7T, OnePlus 7T Pro OxygenOS 10.0.4 আপডেট পেয়েছে

গ্যালারি ক্লকড পরিষেবা শুধু ভারতের গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে

ওয়ানপ্লাস তাদের ওয়ানপ্লাস 7T আর OnePlus 7T Pro ফোনের 2019 সালের সেকেন্ড হাফে লঞ্চ করা হয়েছিল, আর দুটি ফোনই কোম্পানির নতুন আপডেট নিয়ে এসেছে। আর এই আপডেটের মাধ্যমে ফোনে বেশ কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে।

ওয়ানপ্লাসের  OxygenOS 10.0.4 য়ের  OnePlus 7T সিরিজের ফোনের জন্য রোল আউট করা হয়েছে। আর এখন এই বিষয়ে নোটিফিকেশান পাওয়া গেছে যে এই আপডেট ভাল আর এর সঙ্গে ফোরাম থেকে জানা গেছে।

আর এই আপডেট ক্যামেরাতে অনেক ইম্প্রুভমেন্ট করা হয়েছে। ওয়ানপ্লাসের এই আপডেট অপ্টিমাইজেশানের সঙ্গে ট্র্যানসলেশান অ্যাকুইরেসি, অভার কমিউনিকেশান পার্ফর্মেনশ আছে। আর এর সঙ্গে এতে বেশ কিছু বাগও ফিক্স হয়। আর অপ্টিমাইজেশান পার্ফর্মেন্সের জন্য ফোন কল, মোবাইল ডাটা আছে। ওয়ানপ্লাস চেনলগ অনুসারে গ্যালারি ক্লড পরিষেবা ভারতের গ্রাহকদের জন্য নেই।

আর আপডেটের পরে OnePlus 7T ফোনের সেলফি ক্যামেরাও ভাল হয়েছে। আর এবার গ্রাহকরা রায়তে আরও ভাল সেলফি তুলতে পারবেন। আর এই সফটোয়্যার আপডেট (OTA) র মাধ্যমে আসে আর এই ফেজে গ্রাহকদের কাছে যাবে।

Connect On :