ONEPLUS 7T ফোনটির অফিসিয়াল ছবি রিভিল হয়েছে ক্যামেরা সেটআপের বিষয়ে জানা গেছে

ONEPLUS 7T ফোনটির অফিসিয়াল ছবি রিভিল হয়েছে ক্যামেরা সেটআপের বিষয়ে জানা গেছে
HIGHLIGHTS

26 সেপ্টেম্বর ফোনটি লঞ্চ হবে

যখন ওয়ানপ্লাস 7T  ফোনটি 26 সেপ্টেম্বর লঞ্চ হবে বলে জানা গেছে তখন এই ফোনের বিষয়ে কিছু জানা গেছে। কোম্পানির CEO Pete Lau এই ফোনের কিছু অফিসিয়াল টিজা নিয়ে এসেছেন। আর এই টিজার টুইটে দয়ে হয়েছে  আর সেখানে তিনি চতুর্থ জেনারেশানের ফোনে মেট ফোর্সড গ্লাস ডিজাইন থাকার বিষয়ে ইশারা করেছেন।

বলা হচ্ছে যে এই টিজার ইমেজে আপকামিং OnePlus 7T ফোনের ব্যাক সাইড নেবুলা ব্লুক্লারাএ OnePlus 7Pro ফোনের মতন দেখতে। আর সেখানে যদি এই ফোনের ক্যামেরা মডিউলে পরিবর্তন দেখা যাবে। OnePLus7T তে আপনারা সার্কুলার ক্যামেরা মডিউলার পাবেন। আর এ রস্নগে এতে ট্রিপেল ক্যামেরা দেওয়া হতে পারে তবে তা OnePlus 7 Pro র আপগ্রেডেট ভার্সান হবে।

লিক অনুসারে OnePlus 7T ফোনে আপনারা 48MP র প্রাইমারি সেন্সার 12MP র টেলিফটো লেন্স আর 16MP র আল্ট্রা ওয়াইড লেন্স পাবেন। আর এই ফোনে 16MP r ফ্রন্ট ক্যামেরা আছে। আর ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস থাকার কথা। আর এই ফোনে 6.55 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা একটি 3000mah য়ের ব্যাটারি পাবেন যা র‍্যাপ চার্জ 30T যুক্ত হবে।

ফোনে অ্যান্ড্রয়েড 10 OS অক্সিজেন আছে। আর এই ফোনের সঙ্গে আপনারা ওয়ানপ্লাস টিভিও ঐ একই দিনে লঞ্চ হতে দেখতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo