ONEPLUS 7 PRO মোবাইল ফোনটিতে 6.67 ইঞ্চির 90HZ নচ লেস ফুল স্ক্রিন ডিসপ্লে থাকতে পারে

ONEPLUS 7 PRO মোবাইল ফোনটিতে 6.67 ইঞ্চির 90HZ নচ লেস ফুল স্ক্রিন ডিসপ্লে থাকতে পারে
HIGHLIGHTS

ফোনটিতে 6.67 ইঞ্চির নচ লেস ফুল ডিসপ্লে থাকবে

ফোনের রিফ্রেশ রেট হবে 90Hz

ফোনটিতে 12GB পর্যন্ত র‍্যাম থাকতে পারে

আগামী কাল মানে 14 মে OnePlus 7 আর OnePlus 7 Pro ফিন দুটি লঞ্চ করা হবে। আর এর সঙ্গে এই ফনের বিষয়ে মানে OnePlus 7 Pro ফোনটির বিষয়ে জানা গেছে যে এই ফোনে একটি 6,67 ইঞ্চির নচ লেস ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া হতে পারে আর এর রিফ্রেশ রেট হবে 90Hz।

আরা আমরা যদি Matt Swider য়ের একটি টুইট দেখি তবে আপনাদের বলে রাখি যে এই ডিভাইসে OnePlus টিজ করেছে আর সেখানে একটি পোস্ট দেখা গেছে। আর এই ডিভাইসে একটি কোয়াড HD+ সুপার AMOLED স্ক্রিন দেওয়া হেয়ছে। আর এই ফোনের বিষয়ে CEO জানিয়েছেন যে এই নতুন ডিভাইসটি ফাস্ট আর স্মুথ হবে। আর এর মানে এই যে এই ফোনে আপনারা একদম আলাদা অভিজ্ঞতা পাবেন। তবে এই ফোনের দামও লিক হয়ে গেছে।

ONEPLUS 7 PRO ফোনের আনুমানিক দাম

Slashleaks য়ের রিপোর্ট থেকে জানা গেছে যে এই ফোনে 6GB/128GB ভেরিয়েন্টের দাম EUR 699 মানে প্রায় 54,700টাকা হতে পারে। আর এর সঙ্গে এই ফোনের 8GB/256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম EUR 749 মানে প্রায় 58,600টাকা করা হতে পারে। আর এর সঙ্গে OnePlus 7 Pro ফোনে আপনারা 12GB/256GB স্টোরেজ পাবেন আর এর দাম EUR 819 মানে প্রায় 64,100 টাকা করা হতে পারে।

 

আর এছাড়া টিপস্টার ইশান আরগওয়াল দাবি করেছেন যে OnePlus 7 Pro ফোনে আপনারা 6GB/128GB ভেরিয়েন্টটি 49,999 টাকায় পেতে পারেন। আর এর 8GB/256GB র দাম 52,999 টাকা হতে পারে আর এর টপ মডেল 12GB/256GB র দাম 57,999 টাকা হতে পারে।

স্টোরেজ ভেরিয়েন্ট পার্থক্যে কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে

বলা হচ্ছে যে ফোনের 6GB র‍্যাম ভেরিয়েন্ট কোম্পানি শুধু মাত্র Mirror Grey কালারে আনবে। আর সেখাএন এই ফোনের 12GB ভেরিয়েন্টটি নেবুলা ব্লু কালারে কেনা যাবে। র এই ফোনের 8GB র‍্যাম ভেরিয়েন্ট Almond, Mirror Grey আর Nebula Blue কালারে লঞ্চ করা হতে পারে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo