digit zero1 awards

OnePlus6T অবশেষে ভারতে লঞ্চ হল, এর প্রাথমিক দাম 37,999 টাকা

OnePlus6T অবশেষে  ভারতে  লঞ্চ হল, এর প্রাথমিক দাম 37,999 টাকা
HIGHLIGHTS

এই ফোনটির 6GB/128Gb ভেরিয়েন্টের দাম 37,999 টাকা, আর এই ফোনটির 8GB/128GB আর 8GB/256GB ভেরিয়েন্টের দাম যথাক্রমেঃ 41,999 টাকা আর 45,999 টাকা

গত পরশুই আন্তর্জাতিক ভাবে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাসের নতুন ফোন OnePlus6T। আর গত কাল এই ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। এই ফোনটির স্পেক্স আর ফিচার্স আমরা আগেই জেনেছিলাম। আর তাও আজকের এই আর্টিকেলে আপনাদের আরও একবার এই ফোনটির স্পেকস আর ফিচার্সের বিষয়ে বলছি। তবে সেই বিষয়ে ডিটেলে বলার আগে এটা বলে রাখি যে এই ফোনটি একটি ওয়াটার ড্রপ নচের সঙ্গে লঞ্চ হয়েছে। আর এই ফোনটি ইন ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার যুক্ত। আর এই প্রথম কোম্পানি নিজেদের ফোন থেকে 3.5mm হেডফোন জ্যাক সরিয়ে দিয়েছে।

OnePlus6T ফোনটির স্পেসিফিকেশান

OnePlus6T ফোনটিতে একটি 6.41 ইঞ্চির অপটিক AMOLED ডিসপ্লে 19:5:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে দেওয়া হয়েছে, আর এর রেজিলিউশান 2340x1080p। আর এই ফোনটির পিক্সাল ডেনসিটি 402PPI। এই ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86 শতাংস । OnePlus বলেছে যে এই ফোনটির ব্রাইটনেস লেভেল, কালার অ্যাকুয়েরেশি আর ডিসপ্লের কালার রেঞ্জ আগের থেকে অনেক বেশি উন্নত।

আর OnePlus6T ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845SoC যুক্ত আর এর স্পিড 2.8GHz পর্যন্ত যেতে পারে। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট আর এর অন্যটি 8GB র‍্যাম আর 256Gb ভেরিয়েন্ট। এই ফোনটি লেটেস্ট অক্সিজেন OS য়ে চলে, যা অ্যান্ড্রয়েড 9 পাই বেসড। আর এই নতুন অপারেটিং সিস্টেম এই ফোনে অনেক কিছু নতুন দেবে।

আর আমরা যদি OnePlus6T ফোনটির ক্যামেরার দিকটি দেখি তবে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16MP+20MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই দুটি ক্যামেরা যথাক্রমে সোনির IMX 519 আর সোনি IMX 376K সেন্সার যুক্ত। আর এই ফোনের প্রাইমারি 16Mp র ক্যামেরাটি f/1.7 অ্যাপার্চার আর সেকেন্ডারি 20MP র ক্যামেরাটি f/1.7 অ্যাপার্চার যুক্ত।

এই ফোনটির রেয়ার ক্যামেরাতে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান, ইলেক্ট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান আর Ai আছে। আর এই ফোনটির মেন ক্যামেরা 4K ভিডিও 30/60fbs য়ে শুট করতে পারে।

এই OnePlus6T ফোনটিতে 16MP র সোনির IMX 371 আর f/2.0 অ্যাপার্চার যুক্ত ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা ফোনটির ছোট্ট নচে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3700mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে, আর এটি 23 শতাংস অ্যাডিশানাল রুটিম দেয়।

আর এবার আমরা এই ফোনটির ভারতীয় মূল্য আর উপ্লব্ধতার বিষয়টি দেখেনি।

OnePlus6T ফোনটির দাম আর উপ্লব্ধতা

ভারতে এই স্মার্টফোনটির প্রাথমিক দাম 37,999 টাকা করা হয়েছে। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 6GB/128Gb ভেরিয়েন্টের দাম 37,999 টাকা। আর এই ফোনটির 8GB/128GB আর 8GB/256GB ভেরিয়েন্টের দাম যথাক্রমেঃ 41,999 টাকা আর 45,999 টাকা। আর এই ফোনটি আপনারা 1 নভেম্বর থেকে অ্যামাজন ইন্ডিয়াতে কিনতে পারবেন। আর এর সঙ্গে ফোনটি কোম্পানির অফিসিয়াল সাইট আর নিজস্ব রিটেল স্টোর থেকেও কেনা যাবে।

OnePlus6T ফোনটির সঙ্গে থাকা অফার্স

নতুন লঞ্চ হওয়া এই OnePlus6T ফোনটির সঙ্গে জিওর একটি অফার আছে সেই অফারটি ‘জিও OnePlus6T আনলক দ্যা স্পিড অফার’ নাম দেওয়া হয়েছে। আর এই অফারে ইউজার্সরা 299টাকার প্রথম প্রিপেড রিচার্জে 5,400 টাকার ক্যাশব্যাক পাবেন।আর এটি 150টাকার 36টি ভাউচারের মাধ্যমে পাওয়া যাবে।

আর এর সঙ্গে আপনারা যদি এই ফোনটি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে কেনেন তবে 2,000 টাকার ইন্সট্যান্ট ডিস্কাউন্ট পাবেন। এই একই অফার সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমেও পাওয়া যাবে। আর আর 1-5 নভেম্বরের মধ্যে এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে কিনলে অ্যামাজন পে ব্যালেন্সে 1,000 টাকা অ্যাড হবে। তবে এই অফার শুধু প্রিপেড ইউজার্সদের জন্য।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo