OnePlus তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ OnePlus 6T ফোনটি 30 অক্টোবর ভারতে লঞ্চ করবে আর নতুন একটি লিক অনুসারে এই ডিভাইসের সম্ভাব্য দাম 37,999 টাকা
ওয়ানপ্লাস তাদের OnePlus 6T ফোনটি লঞ্চ করতে চলেছে আর লঞ্চের আগে এই ফোনের বিষয়ে আরও লিক সমানে এসে যাচ্ছে। আর গত সপ্তাহের একটি লিক থেকে জানা গেছিল যে এই ডিভাইসটি কটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
ভারতের লিকস্টার ঈশান আগ্রবালে একটি লিক অনুসারে OnePlus 6T ফোনটি 37,999 টাকায় লঞ্চ করা হতে পারে। এই ডিভাইসটি 6GB র্যা আর 128Gb স্টোরেজ ভেরিয়েন্ট 37,999 টাকা আর এর 8GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 40,999 টাকা আর এর 8GB র্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 44,999 টাকা হতে পারে। আর OnePlus 6 ফোনটিকে কোম্পানি 34,999 টাকায় লঞ্চ করেছিল।
ওয়ানপ্লাস তাদের OnePlus 6T ফোনটি লঞ্চ করতে চলেছে আর লঞ্চের আগে এই ফোনের বিষয়ে আরও লিক সমানে এসে যাচ্ছে। আর গত সপ্তাহের একটি লিক থেকে জানা গেছিল যে এই ডিভাইসটি কটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
ভারতের লিকস্টার ঈশান আগ্রবালে একটি লিক অনুসারে OnePlus 6T ফোনটি 37,999 টাকায় লঞ্চ করা হতে পারে। এই ডিভাইসটি 6GB র্যা আর 128Gb স্টোরেজ ভেরিয়েন্ট 37,999 টাকা আর এর 8GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 40,999 টাকা আর এর 8GB র্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 44,999 টাকা হতে পারে। আর OnePlus 6 ফোনটিকে কোম্পানি 34,999 টাকায় লঞ্চ করেছিল।